বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট সাভারের ধামরাইয়ে শহীদ হন সাদ। তার স্মৃতিরক্ষার উদ্যোগ নিয়েছে ধামরাই পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে তার নামে রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক রাস্তার কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

পৌর প্রশাসন জানায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধামরাই কালামপুর সড়ক থেকে কান্দিকুল পর্যন্ত একটি এবং আইঙ্গন কবরস্থান পর্যন্ত আরোও একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তা দুইটির কাজ সম্পন্ন হলে জনদুর্ভোগ নিরসন হবে।

ইউএনও মামনুন আহমেদ অনীক জানান, গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদের নামে রাস্তা দুইটির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পন্ন হবে। ধামরাই পৌরসভার বাসিন্দাদের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা/সাভার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ

নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার

মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।

নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ