বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট সাভারের ধামরাইয়ে শহীদ হন সাদ। তার স্মৃতিরক্ষার উদ্যোগ নিয়েছে ধামরাই পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে তার নামে রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক রাস্তার কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

পৌর প্রশাসন জানায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধামরাই কালামপুর সড়ক থেকে কান্দিকুল পর্যন্ত একটি এবং আইঙ্গন কবরস্থান পর্যন্ত আরোও একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তা দুইটির কাজ সম্পন্ন হলে জনদুর্ভোগ নিরসন হবে।

ইউএনও মামনুন আহমেদ অনীক জানান, গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদের নামে রাস্তা দুইটির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পন্ন হবে। ধামরাই পৌরসভার বাসিন্দাদের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা/সাভার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। 

রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।

আরো পড়ুন:

বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন

ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে

আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা। 

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনায় পুলিশ দেখে পালালেন শিকারিরা, উদ্ধার ৪৫টি ঘুঘু অবমুক্ত
  • শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
  • কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ