নালা বন্ধ, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
Published: 17th, April 2025 GMT
সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে রাজবাড়ী শহর। তলিয়ে যায় হাটবাজার। নালাগুলো বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। নেওয়া হয়নি কোনো উদ্যোগ।
রাজবাড়ী শহরের রেলগেটের উত্তর দিকে বাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা প্রতিষ্ঠান। টিনপট্টি, পালপট্টি পেরিয়ে ফলবাজার, চালবাজার, পানবাজার, তরকারিবাজার, মাছবাজার, দুধবাজার, কাপড়বাজার, আড়ৎপট্টি, মুরগিবাজার– সব পাশাপাশি। প্রতি রবি ও বৃহস্পতিবার হাট বসে এখানে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে কয়েক পশলা বৃষ্টি হয়। এতেই এসব বাজারে
পানি জমে সৃষ্টি হয় দুর্ভোগ। দূরদূরান্ত থেকে হাটে আসা গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হয়। এ সময় বাজারে রিকশা চলাচলে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।
বাজারের ব্যবসায়ীরা জানান, বর্ষাকালে তাদের ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। বৃষ্টি হলে পানি জমে। তখন আর ক্রেতারা দোকানের সামনে দাঁড়াতে চান না। বেচাকেনা যায় কমে। বৃষ্টির পরে সৃষ্টি হয় কাদা। তখন বাজারে চলাফেরা করা কঠিন হয়ে যায়।
পান বাজারের মুদি ব্যবসায়ী সমর সরকার জানান, বৃষ্টি হলেই তার দোকানের সামনে হাঁটুসমান পানি জমে যায়। বাজারের নালাগুলোর মুখ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার মূল কারণ। মুরগিবাজার থেকে টিনপট্টি পর্যন্ত পানি জমে একাকার হয়ে যায়। এই পানিতে ময়লা-আবর্জনাও থাকে। যে কারণে খোসপাঁচড়া হওয়ার শঙ্কা দেখা দেয়।
তরকারি ব্যবসায়ী কিয়াম উদ্দিন জানান, তাঁর দোকানের সামনে পানি জমে না। তবে এ দুর্ভোগ তাঁকেও পোহাতে হয়। পানি বের হওয়ার জায়গা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে মনে করেন তিনি।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মাজহারুল ইসলাম বলেন, রাজবাড়ী শহরের নালাগুলোর সঙ্গে নদীর সংযোগ নেই। যে কারণে নালার মুখগুলো বন্ধ হয়ে গেছে। পৌরসভার একার পক্ষে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে না। বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস
এছাড়াও পড়ুন:
হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ
নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার
মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।
নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রতন/মাসুদ