রাজশাহীর পুঠিয়া পৌরসভার পুরনো ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিভিন্ন পণ্য পুড়েছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানিয়েছেন, ওই ভবনে টিসিবির তেল, চাল ও মসুর ডাল ছিল। আগুনে এসব পণ্য নষ্ট হয়েছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তেলের কারণে আশপাশ ভেজা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক জানিয়েছেন, পৌরসভার ওই পুরনো ভবনে কোনো দাপ্তরিক কার্যক্রম চলে না। এটি এখন গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়নি। কারণ, টিসিবির বেশিরভাগ পণ্য বুধবার ও বৃহস্পতিবার বিক্রি করা হয়েছিল। গুদামে খুব বেশি মালামাল ছিল না।

ঢাকা/কেয়া/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ