নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল নিয়ে যা জানাল ডিএমপি
Published: 19th, April 2025 GMT
রাজধানী ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোন নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দুই-এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়। তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ দেখে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এসব সংগঠনের তৎপরতা রোধে পুলিশ সতর্ক রয়েছে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল