মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
Published: 19th, April 2025 GMT
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব রাব্বি ও সাধারণ সম্পাদক এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়েদা তাসমিমা হুসেইন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়।
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।কমিটির অপর সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি (এপিইউ) মাহফুজুর রহমান সিফাত, সহসভাপতি মোহাম্মাদ রিয়াদ হোসেন, (সিটি ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) আদিবা আহমেদ (ইউপিএম), সাংগঠনিক সম্পাদক (এপিইউ) তাসবীর হোসাইন দীপ্ত, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএমইউর ফাহাদ বিন জাহেদ, অর্থ সম্পাদক (ইউএমকেএল) নুরে আলম শুভ সেগী, শিক্ষাবিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক ইলা আকতার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি সাওন আহমেদ, যুগ্ম মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি রাকিবুল হারিস, ক্রীড়া সম্পাদক জামানুল ইসলাম, যুগ্ম ক্রীড়া সম্পাদক সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক আমানুল্লাহ রাজ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা সুচনা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক জারিন তাসনীম, পি অ্যান্ড আর সম্পাদক সুমাইয়া আকতার ও ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।
নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি জানান, মালয়েশিয়া অধ্যয়নরত ৩৪ ইউনিভার্সিটি থেকে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
সভাপতি আসাদুল্লাহ আল গালীব বলেন, ‘আমরা এই দায়িত্বকে সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আশা করি, এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহায়ক ও ঐক্যবদ্ধ হবেন। পাশাপাশি বিশ্বের দরবারে ব্র্যান্ডিং বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে আরও এগিয়ে নিয়ে যাব।’
সাধারণ সম্পাদক সায়েদা তাসমিয়া হুসেইন বলেন, এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দিতে নয়; বরং কিছু নতুন সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। সামনের দিনগুলোতে আমরা আরও ইভেন্ট, নতুন মিডিয়া ইনিশিয়েটিভ এবং স্টুডেন্ট ব্র্যান্ডিংয়ে ফোকাস করব—যাতে সবাই নিজের পরিচয় নিয়ে গর্ব করতে পারে।
২০১৪ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম)।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।
রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’
বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’
মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা