আজ রোববার খুব ভোরে ঘুম ভাঙে সাত বছর বয়সী হৃদয় চন্দ্র সাহার। ভোরের আলো ফোটার পর মায়ের সঙ্গে সাভার থেকে ঢাকার উদ্দেশে রওনা করে। গন্তব্য বাবার কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এখানে এর আগে অনেক আসা হলেও এবার হৃদয় এসেছে শেষবারের মতো। বাবাকে ছাড়াই। এফডিসির সাবেক পরিচ্ছন্নতাকর্মী প্রয়াত অধীর চন্দ্র সাহার অবসর ভাতার চেক নিতে মায়ের সঙ্গে তার আসা। বিএফডিসির ২৩ জন কর্মকর্তা ও কর্মচারীর অবসর ভাতার চেক হস্তান্তর করা হয় আজ রোববার। এর মধ্য দিয়ে বাবার কর্মস্থল বিএফডিসির সঙ্গে লেনদেন শেষ হয় হৃদয়ের পরিবারের।

প্রায় ২৪ বছর ধরে বিএফডিসিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করেছেন অধীর চন্দ্র সাহা। ২০২৩ সালে ক্যানসারে মারা যান তিনি। যা সম্বল ছিল, ক্যানসারের চিকিৎসায় তা হারিয়ে দুই সন্তানকে নিয়ে অকূলপাথারে পড়েন তাঁর স্ত্রী ছিয়া রানী দাস। সন্তানদের পড়ালেখা বন্ধ হয়, স্বামীর অবসর ভাতার জন্য বিএফডিসির প্রশাসনিক ভবনে কর্মকর্তাদের দুয়ারে দুয়ারে কয়েক বছর ধরে ঘুরেছেন তিনি। এর মধ্যে বিএফডিসির ব্যবস্থপনা পরিচালক বদলেছে তিন দফায় কিন্তু স্বামীর অবসর ভাতা পাননি ছিয়া রানী। আজ তাঁর অপেক্ষার প্রহর ফুরায়, বিএফডিসি থেকে স্বামীর পাওনা টাকার সমপরিমাণ অর্থের চেক বুঝে পান তিনি।

এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান একটি অনুষ্ঠানের মাধ্যমে চেক বিতরণ করেন। এর আগে আগত ব্যক্তিদের মিষ্টিমুখ করান, সঙ্গে ফুল দিয়ে বরণ করে নেন।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র অবসর ভ ত ব এফড স র

এছাড়াও পড়ুন:

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়

ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

আরো পড়ুন:

সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিনেও স্কুলছাত্রী উদ্ধার হয়নি

স্কুল ভবনে ক্লাস চলাকালে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান

আয়োজকরা জানান, দীর্ঘদিন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সম্প্রতি তারা অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক আজিবর রহমান বলেন, ‘‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল-ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। চাকরি জীবন শেষে এমন সংবর্ধনা পাব কল্পনাও করিনি। এ জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’ এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘‘চাকরি জীবনে সবাইকেই অবসর নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানিয়েছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতে তাদের দুজনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।’’

ঢাকা/সোহাগ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়