কালীগঞ্জে ইয়াবাসহ সেই সালাউদ্দিন গ্রেপ্তার
Published: 21st, April 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মাদক কারবারি সালাউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা জব্দ হয়। তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
পেটের ভেতর ৩৪ পোটলা ইয়াবা
বগুড়ায় অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
সালাউদ্দিন কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
মাদক কারবারি সালাউদ্দিনকে নিয়ে রবিবার পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম এ ‘এক সালাউদ্দিনের ধ্বংসের পথে পুরো গ্রামের কৃষক-তরুণ’ শিরোনাম প্রতিবেদন প্রকাশিত হয়।
ওসি আলাউদ্দিন বলেন, “সালাউদ্দিনের বিষয়ে আমাদের কাছে আগে থেকেই নির্ভরযোগ্য তথ্য ছিল। তাকে নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সোচ্চার ছিলেন। কিছু গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি। শুধু ভাদার্ত্তী নয়, পুরো উপজেলাতেই আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”
তিনি আরো বলেন, “মাদক কারবারিদের কাছে দুটি পথ- হয় ভালো হয়ে সমাজে ফিরে আসা, না হয় এলাকা ছাড়তে হবে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেউ কালীগঞ্জে মাদক কারবার চালাতে পারবে না।”
থানা সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা, ইসকন হামলা, মাদক, মারামারিসহ অন্তত ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাদার্ত্তী গ্রামের কয়েকজন জানান, সালাউদ্দিনের কারণে এলাকার যুবসমাজ মাদকে জড়িয়ে পড়ছিল। সালাউদ্দিনকে গ্রেপ্তার করায় তারা পুলিশকে ধন্যবাদ জানান। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ
নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার
মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।
নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রতন/মাসুদ