গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ‌মাদক কারবারি সালাউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা জব্দ হয়। তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। 

রবিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

পেটের ভেতর ৩৪ পোটলা ইয়াবা

বগুড়ায় অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

সালাউদ্দিন কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

মাদক কারবারি সালাউদ্দিনকে নিয়ে রবিবার পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম এ ‘এক সালাউদ্দিনের ধ্বংসের পথে পুরো গ্রামের কৃষক-তরুণ’ শিরোনাম প্রতিবেদন প্রকাশিত হয়।

ওসি আলাউদ্দিন বলেন, “সালাউদ্দিনের বিষয়ে আমাদের কাছে আগে থেকেই নির্ভরযোগ্য তথ্য ছিল। তাকে নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা  সোচ্চার ছিলেন। কিছু গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি। শুধু ভাদার্ত্তী নয়, পুরো উপজেলাতেই আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”

তিনি আরো বলেন, “মাদক কারবারিদের কাছে দুটি পথ- হয় ভালো হয়ে সমাজে ফিরে আসা, না হয় এলাকা ছাড়তে হবে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেউ কালীগঞ্জে মাদক কারবার চালাতে পারবে না।”

থানা সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা, ইসকন হামলা, মাদক, মারামারিসহ অন্তত ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত। 

নাম প্রকাশে অনিচ্ছুক ভাদার্ত্তী গ্রামের কয়েকজন জানান, সালাউদ্দিনের কারণে এলাকার যুবসমাজ মাদকে জড়িয়ে পড়ছিল। সালাউদ্দিনকে গ্রেপ্তার করায় তারা পুলিশকে ধন্যবাদ জানান। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ঢাকা/রফিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ