চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে সম্পদের তথ্য চেয়ে সম্প্রতি অভিযুক্তদের চিঠি দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম।

দুদক চাঁদপুর কার্যালয় থেকে সদ্য ঢাকায় বদলি হয়ে যাওয়া (দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক) মো.

সাইফুল ইসলাম বলেন, ‘‘চাঁদপুরে দায়িত্বকালীন সময়ে পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের লক্ষ্যে চিঠি দেওয়া হয়। ওই চিঠি প্রাপ্তির পর আবুল কালাম ভূঁইয়া ও মফিজ উদ্দিন হাওলাদার দুদক কার্যালয়ে এসে তাদের সম্পদের বিবরণী জমা দেন। অপরজন নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন এখনো বিবরণী জমা দেননি।’’

অভিযোগের বিষয়ে আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘‘আমার ও পরিবারের সম্পত্তির হিসাব বিবরণী দুদকে জমা দেওয়া হয়েছে।’’

প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার বলেন, ‘‘প্রায় দুই যুগ ধরে এখানে আছি। শহরের পালপাড়ায় একমাত্র বহুতল বাড়ি ছাড়া আমার অন্য কিছু নেই।’’

এ বিষয়ে চাঁদপুর ডিডিএলজি ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ‘‘অভিযোগ শুনেছি। যাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে, বিষয়টি তাদের নিজস্ব ব্যাপার।’’

ঢাকা/অমরেশ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত প রসভ র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ