কুমিল্লার বুড়িচং উপজেলার প্রত্যন্ত গ্রাম মাধবপুর। গ্রামের ওপর দিয়ে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ। আজ বুধবার সকাল ১০টার ওই গ্রামে গিয়ে দেখা গেল স্লিপার ও রেললাইনে ছোপ ছোপ রক্তের দাগ। রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে আছে তিন তরুণের ছিন্নভিন্ন মরদেহ।

আজ বুধবার ভোরের কোনো এক সময়ে মাধবপুর গ্রামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে ওই তিনজন মারা যান। সকাল ১০টার পর তাঁদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

লাশ উদ্ধার করে কুমিল্লা স্টেশন ফাঁড়ির সামনে নেওয়ার পর একজনের বিস্তারিত পেয়েছে রেলওয়ে পুলিশ। সাইফুল ইসলাম (১৮) নামের ওই তরুণ কুমিল্লা রেলস্টেশনে বোতল কুড়ানোর কাজ করতেন। তাঁর বাবা মোখলেছুর রহমান ও মা আছমা আক্তার রেলস্টেশন পরিষ্কার ও বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁরা রেলস্টেশনেই থাকেন। রেলওয়ে পুলিশ জানিয়েছেন, নিহত অপর দুজনের বয়স ১৭–১৮ বছর। তাঁদের একজনের নাম তুহিন বলে জানা গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ সূত্র বলছেন, সুবিধাবঞ্চিত ওই তিন তরুণ–কিশোর একসঙ্গে থাকতেন। রেললাইন–রেলস্টেশন ঘিরেই ছিল তাঁদের জীবন। স্টেশনে–স্টেশনে ঘুরে বেড়ালেও বেশির ভাগ সময় থাকতেন কুমিল্লা রেলস্টেশনে। স্টেশনে মানুষের ফেলে দেওয়া বোতলসহ বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করতেন।

যেই স্থানে ওই তিন তরুণ ট্রেনে কাটা পড়েছেন, সেখানে কোনো রেলক্রসিং নেই। আশপাশে কোনো স্টেশনও নেই। তাহলে কীভাবে ওই তিনজন সেখানে গেলেন বা কীভাবে তাঁরা ট্রেনে কাটা পড়লেন—সেটা কেউ বলতে পারছেন না। এ বিষয়ে কিছু বলতে পারেনি রেলওয়ে পুলিশও।

এই জায়গায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনজন। আজ সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই ত ন র লওয়

এছাড়াও পড়ুন:

রাজনীতিতে না জাড়ানোর কারণ জানালেন প্রীতি জিনতা

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এখন অভিনয়ে অনিয়মিত। অভিনয়ে তাকে দেখা না গেলেও নিজের ক্রিকেট দলের হয়ে মাঠে তাকে প্রায়ই দেয়া যায়। মাঝে গুঞ্জন উঠেছিলে রাজনীতিতে যোগ দিচ্ছেন তিন। অবশ্য এবিষয়ে টুঁশব্দও করেননি এই অভিনেত্রী।

এদিকে মাস তিনেক আগে কংগ্রেসের পক্ষ অভিযোগ তোলা হয়েছিল, প্রীতি জিনতার ১৮ কোটি টাকার ঋণ নাকি মকুফ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুধু তাই নয়, প্রীতি নাকি তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে সঁপে দিয়েছেন- এমন অভিযোগও ওঠে। এরপর বলিউড নায়িকার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়।

সম্প্রতি এক্স হ্যান্ডলে প্রীতি জিনতাকে একজন জিজ্ঞেস করেন, ‘আপনি কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন? আপনার গত কয়েক মাসের টুইট দেখে তো তেমনটাই মনে হচ্ছে। জবাবে অভিনেত্রী বলেন, ‘সোশাল মিডিয়ায় ব্যবহারকারীদের এটাই একটা সমস্যা। সবাই এত বিচার করতে বসে যান সবকিছু নিয়ে। আমি যেমনটা আগে বলেছি, মন্দিরে, মহাকুম্ভে যাওয়া কিংবা নিজের পরিচয় নিয়ে আমি গর্বিত। তার মানে এই নয় যে এসমস্ত কারণে আমি বিজেপিতে যোগ দেব।’

প্রীতি বলেন, ‘ভারতের বাইরে থাকার ফলে আমি দেশের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পেরেছি এবং আর পাঁচজন ভারতীয়র মতোই গর্ববোধ করি আমার দেশকে নিয়ে।’

রাজনীতিতে না আসার কারণ গত ফেব্রুয়ারি মাসেও জানিয়েছিলেন প্রীতি জিনতা। সেসময় তিনি বলেন, ‘রাজনীতি আমার দ্বারা হবে না। বিগত কয়েক বছরে একাধিক রাজনৈতিক দল আমাকে টিকিট দিতে চেয়েছে। এমনকি রাজ্যসভার আসনের প্রস্তাবও এসেছিল। তবে আমি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছি। কারণ, আমার ইচ্ছে নেই। আর আমাকে ‘সৈনিক’ বললেও অতিরঞ্জিত হবে না। কারণ, আমি একজন আর্মি পরিবারের সন্তান। আমার বাবা সৈনিক এবং আমার দাদাও। আর্মি পরিবারের সন্তান হওয়ায় আমাদের মানসিকতা খানিক আলাদা।’

তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় কিংবা হিমাচলী বা বাঙালি বলে ভাবি না, আমাদের পরিচয় শুধুমাত্র ভারতীয়। আর হ্যাঁ, দেশভক্তি আমাদের রক্তে।’ সূত্র: সংবাদ প্রতিদিন।

সম্পর্কিত নিবন্ধ

  • ৫০ পেরোনো নারীর খাদ্যাভ্যাস যেমন হতে হবে
  • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে চীন
  • সেলফি’র ধাক্কায় গণস্বাস্থ্যের কর্মীর মৃত্যু, ৬ বাস আটক
  • পেহেলগামে হামলার পর প্রতিশোধের আশঙ্কায় দিন কাটছে ভারতীয় মুসলিমদের
  • প্রথম আলোর সাংবাদিককে বৈষম্যবিরোধী নেতার হুমকি, থানায় জিডি
  • গাজীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, হাতুড়িপেটায় একজন নিহত
  • সিদ্দিককে মারধর ও শিল্পীদের বিরুদ্ধে মামলা, যা বললেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি
  • একাধিক সুযোগ পেয়েও কেন রাজনীতিতে জাড়াননি প্রীতি জিনতা
  • সুযোগ পেয়েও কেন রাজনীতিতে জাড়াননি প্রীতি জিনতা
  • রাজনীতিতে না জাড়ানোর কারণ জানালেন প্রীতি জিনতা