ভারতের জন্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরণে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে পশ্চিমবঙ্গের তিন পর্যটক রয়েছেন। এ ঘটনায় রাজ্যজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত ব্যক্তিরা হলেন কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বিতান অধিকারী, বেহালার সখেরবাজারের সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার বাঘমুণ্ডি এলাকার মনীশ রঞ্জন মিশ্র।

কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিল এই তিনজন ও তাঁদের পরিবার। তবে বন্দুকধারীদের নির্মমতায় ঝাঁঝরা হয়ে যায় তাঁদের দেহ।

বিতান অধিকারী ছিলেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের ফ্লোরিডা শাখায় কর্মরত। স্ত্রী সোহিনী ও একমাত্র সন্তানের এখনো ভিসা না হওয়ায় বিতান যুক্তরাষ্ট্র থেকে ভারতে বেড়াতে এসে পরিবার নিয়ে ছুটি কাটাতে কাশ্মীরে যান। কিন্তু সে ছুটিই হয়ে উঠল তাঁর জীবনের শেষ অধ্যায়।

অন্যদিকে সমীর গুহ ছিলেন কেন্দ্রীয় সরকারি দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। স্ত্রী শবরী ও একমাত্র কন্যাকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখানেই বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান তিনি।

সমীর গুহের বাড়ি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ