বার কাউন্সিলের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
Published: 25th, April 2025 GMT
দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির আজ শুক্রবারের এমসিকিউ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালী থেকে মিজানুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-দক্ষিণ)।
ডিএমপির ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির এই কর্মকর্তা বলেন, ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর বিষয়ে বার কাউন্সিলের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পরে গতকাল রাতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে আটক করে ডিবি।
বাংলাদেশ বার কাউন্সিলের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
ডিএমপির ডিবির (দক্ষিণ) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিজানুরকে ইতিমধ্যে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে