অনেক দিন ধরেই লাইমলাইটে নেই ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। সিনেমায় তো নয়ই, শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানেও তার দেখা মেলে না। বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়ালে চলে যান এই নায়ক। হঠাৎ ফেরার ইঙ্গিত দিলেন ‘মিশন এক্সট্রিম’ তারকা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের একটি টিজার পোস্ট করে ফেরার ইঙ্গিত দেন শুভ। টিজারে দেখা যায়, পুরোদস্তুর অ্যাকশন মুডে শুভ। ভিডিওটি শুরু হয় এক ব্যক্তিকে তাড়া করার দৃশ্য দিয়ে, দেখে মনে হয়েছে আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য এই অভিনেতা।
টিজারটির ক্যাপশনে শুভ লেখেন— “আসিতেছে।” তবে এটি কিসের টিজার তা উল্লেখ করেননি। তবে এর আগে জানা যায়, ‘নীলচক্র’ সিনেমা দিয়ে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ফিরবেন শুভ। এটি এই সিনেমার টিজার কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
আরো পড়ুন:
পারলে নাকের ফুটোর মধ্যে মোবাইল গুঁজে রিল বানায়: স্বস্তিকা
পালিয়ে বিয়ের পর জীবন ‘আলুথালু’ হয়েছিল যে অভিনেত্রীর জীবন
ভিডিওতে শুভর অ্যাকশন দেখে মন্তব্যের ঘরে প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। বাদল নামে একজন লেখেন, “ভাইয়ের মাঝে দারুণ কোয়ালিটি আছে। ভাই, দ্রুত ফিরে আসুন। দেশবাসী আরো ভালো ভালো কাজ আপনার কাছে আশা করে।” শাকিব খানের সঙ্গে তুলনা করে একজন লেখেন, “শাকিবের পরের নায়ক আরফিন শুভ।” ফাহিম নামে একজন পরামর্শ দিয়ে লেখেন, “ভাই, কামব্যাক করতে হইলে, এখনকার আবহাওয়া বুইঝা তারপর আসেন।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
শুভ আনুষ্ঠানিকভাবে না জানালেও ধারণা করা হচ্ছে, এটি ‘নীলচক্র’ সিনেমার টিজার। এ সিনেমা পরিচালনা করেছেন মিঠু খান। কয়েক দিন আগে এ পরিচালক গণমাধ্যমে জানান, ‘নীলচক্র’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পাবে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন প্রমুখ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
রাজনীতিতে না জাড়ানোর কারণ জানালেন প্রীতি জিনতা
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এখন অভিনয়ে অনিয়মিত। অভিনয়ে তাকে দেখা না গেলেও নিজের ক্রিকেট দলের হয়ে মাঠে তাকে প্রায়ই দেয়া যায়। মাঝে গুঞ্জন উঠেছিলে রাজনীতিতে যোগ দিচ্ছেন তিন। অবশ্য এবিষয়ে টুঁশব্দও করেননি এই অভিনেত্রী।
এদিকে মাস তিনেক আগে কংগ্রেসের পক্ষ অভিযোগ তোলা হয়েছিল, প্রীতি জিনতার ১৮ কোটি টাকার ঋণ নাকি মকুফ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুধু তাই নয়, প্রীতি নাকি তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে সঁপে দিয়েছেন- এমন অভিযোগও ওঠে। এরপর বলিউড নায়িকার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়।
সম্প্রতি এক্স হ্যান্ডলে প্রীতি জিনতাকে একজন জিজ্ঞেস করেন, ‘আপনি কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন? আপনার গত কয়েক মাসের টুইট দেখে তো তেমনটাই মনে হচ্ছে। জবাবে অভিনেত্রী বলেন, ‘সোশাল মিডিয়ায় ব্যবহারকারীদের এটাই একটা সমস্যা। সবাই এত বিচার করতে বসে যান সবকিছু নিয়ে। আমি যেমনটা আগে বলেছি, মন্দিরে, মহাকুম্ভে যাওয়া কিংবা নিজের পরিচয় নিয়ে আমি গর্বিত। তার মানে এই নয় যে এসমস্ত কারণে আমি বিজেপিতে যোগ দেব।’
প্রীতি বলেন, ‘ভারতের বাইরে থাকার ফলে আমি দেশের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পেরেছি এবং আর পাঁচজন ভারতীয়র মতোই গর্ববোধ করি আমার দেশকে নিয়ে।’
রাজনীতিতে না আসার কারণ গত ফেব্রুয়ারি মাসেও জানিয়েছিলেন প্রীতি জিনতা। সেসময় তিনি বলেন, ‘রাজনীতি আমার দ্বারা হবে না। বিগত কয়েক বছরে একাধিক রাজনৈতিক দল আমাকে টিকিট দিতে চেয়েছে। এমনকি রাজ্যসভার আসনের প্রস্তাবও এসেছিল। তবে আমি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছি। কারণ, আমার ইচ্ছে নেই। আর আমাকে ‘সৈনিক’ বললেও অতিরঞ্জিত হবে না। কারণ, আমি একজন আর্মি পরিবারের সন্তান। আমার বাবা সৈনিক এবং আমার দাদাও। আর্মি পরিবারের সন্তান হওয়ায় আমাদের মানসিকতা খানিক আলাদা।’
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় কিংবা হিমাচলী বা বাঙালি বলে ভাবি না, আমাদের পরিচয় শুধুমাত্র ভারতীয়। আর হ্যাঁ, দেশভক্তি আমাদের রক্তে।’ সূত্র: সংবাদ প্রতিদিন।