মায়ের সঙ্গে অভিমান করে সাজ্জাদ হোসেন নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর এলাকার নুর আলমের পুত্র। নিহত সাজ্জাদ তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদকে তার মা বকাবকি করেন। তার জন্য সে অভিমান করে। শুক্রবার সবাই জুমার নামাজ আদায় করতে ব্যস্ত। এই সুযোগে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার করেন।

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সুইসাইড করা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। 

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক বলেন, আদর্শ গ্রামের এক যুবক আত্মহত্যা করেছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে থানা  পুলিশের একটি টিম গেছে। তারা আসলেই বিস্তারিত জানা যাবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ