মিছিলে অংশ নেওয়া দুজনসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো.

আবেদ আলী শেখ, ঢাকার রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ পারভিন ওরফে শিমু, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর উত্তর যুবলীগ কর্মী মোহাম্মদ জাকির হোসেন ওরফে সাগর, মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল ও উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মনিরুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আবেদ আলী শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। রাত নয়টার দিকে বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের পৃথক দল।

আরও পড়ুন ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া শাহে আলম মুরাদ গ্রেপ্তার১৭ এপ্রিল ২০২৫

মধ্যরাতে বনানী এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগের একটি দল। জাকির সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। এ ছাড়া তিনি ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এম আর বাদলকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানীতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির পৃথক দল। তিনি গত ১৮ এপ্রিল রাজধানীর বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

আরও পড়ুনঢাকায় ঝটিকা মিছিলের পর ছাত্রলীগ-আ.লীগের ১১ জন গ্রেপ্তার২৪ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

‘আমরার এইতা দিবস-টিবস দিয়া কী অইব’

ঘড়ির কাঁটায় তখন দুপুর ২টা ২০ মিনিট। মাথার ওপর প্রখর রোদের উত্তাপ। প্রচণ্ড গরমে ত্রাহি অবস্থায় একটু বিশ্রাম নিতে গাছের ছায়ার খোঁজে ক্লান্ত পথিক। এমন সময় ঘর্মাক্ত শরীরে একটি ভবন নির্মাণের কাজ করতে দেখা গেল কয়েকজন শ্রমিককে। তাদের একজন তোঁতা মিয়া, অপরজন হাবিবুল।

হাবিবুল পাথর ভরেই যাচ্ছেন, তোঁতা মিয়া সেগুলো মাথায় করে একের পর এক টুড়ি ছাদ ঢালাইয়ের জন্য পৌঁছে দিচ্ছেন নির্দিষ্ট স্থানে। সেখানেও বালু-পাথরের মিশ্রণ করছেন আরও কয়েকজন। তাদের কর্মযজ্ঞের এক ফাঁকে কথা হয় তোঁতা মিয়ার সঙ্গে।

আলাপকালে তোঁতা মিয়া বলেন, ‘সারাদিন কাম (কাজ) কইরা ৫০০ ট্যাহা (টাকা) হাজিরা পাই। এইডি দিয়া কোনোমতে বউ-পুলাপান নিয়া দিন পার করতাছি। মে দিবস-টিবস কী কইতারতাম না। আমরার মতো গরিব মানুষ কাম না করলে পেডে ভাত জুটতো না এইডাই কইতারবাম।’

গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ করার সময় এসব কথা বলেন তোঁতা মিয়া (৪৫)। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া এলাকায়। এ সময় কথা হয় আরেক নির্মাণ শ্রমিক একাদুল মিয়ার সঙ্গে। একাদুলও জানেন না মে দিবস কী। তিনি বলেন, ‘এই কাম কইরা খাইয়া-না খাইয়া বউ-পুলাপান লইয়া কোনোরহমে দিন পার করতাছি। বর্তমান বাজারো জিনিসপাতির দাম বাড়লেও আমরার মজুরি বাড়ে না। পাঁচ বছর আগেও যা পাইতাম, অহনও তাই পাই।’ তিনি বলেন, ‘কয়েক ট্যাহা সঞ্চয় করবাম এই বাও (উপায়) নাই। অসুখ অইয়া চার দিন ঘরে পইড়া থাকলে না খাইয়া থাহন লাগব। আমরার এইতা দিবস-টিবস দিয়া কী অইব?’

আজ বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই দিনটি সারাবিশ্বের শ্রমিক শ্রেণির কাছে গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয় নানা আয়োজনে। কিন্তু যাদের অধিকার আদায়ের জন্য এ দিনটি পালন করা হয়– তারাই জানেন না দিবসটি সম্পর্কে। তাদের আরেকজন দিনমজুর রাজন মিয়া। রাজন জানান, এসব দিবসে তাদের মতো গরিব মানুষের কোনো লাভ-লোকসান নেই। 

সম্পর্কিত নিবন্ধ