রুপালি জগতের ঝলমলে আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। এ নিয়ে অনেক তারকা অভিনয়শিল্পী তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এবার বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নবীনা বোলে।
শুভজিৎ ঘোষের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নবীনা। এ আলাপচারিতায় কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ‘ইশকবাজ’ তারকা। নবীনা বলেন, “আমার জীবনে ভয়ংকর একজন মানুষ এসেছিলেন, যার সঙ্গে আমি কখনো দেখা করতে চাই না, তার নাম সাজিদ খান। গ্ল্যাডরার্গের পরে সে এসেছিল এবং নারীদের অসম্মান করার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল।”
ঘটনার বর্ণনা দিয়ে নবীনা বলেন, “আমি তার ফোন কল পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। তারপর আক্ষরিক অর্থে তিনি বলেন, ‘তুমি কেন তোমার পোশাক খুলছো না! অন্তর্বাস পরে বসো, আমি দেখতে চাই তুমি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করো।’ এটা ২০০৪-২০০৬ সালের ঘটনা।”
আরো পড়ুন:
মা হতে যাচ্ছেন শিরিন
কাশ্মীরে হামলা: পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তিতে বাধা
সাজিদ খানের অফিসে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দেওয়ার স্মৃতিচারণ করে নবীনা বলেন, “তার কথা শুনে চমকে উঠেছিলাম। বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। এরপর সাজিদ বলেন, ‘কেন? তুমি কি স্টেজে বিকিনি পরো না? তাহলে সমস্যা কী?’ বুঝতে পারছিলাম না কী উত্তর দেব। এরপর বলি, আপনি যদি দেখতে চান, তবে আমাকে বাড়ি গিয়ে বিকিনি নিয়ে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি পোশাক খুলতে পারব না। কোনোভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসি। এরপর সে আমাকে অন্তত ৫০ বার ফোন করে জিজ্ঞাসা করেছে যে, আমি কোথায় পৌঁছেছি এবং কেন আসছি না।”
এ ঘটনার এক বছর পর, নবীনা যখন ‘মিসেস ইন্ডিয়া’-তে অংশ নেন, তখন সাজিদ আবারো তার সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে নবীনা বলেন, “সে আমাকে আবারো ফোন করে জিজ্ঞাসা করেছিল, ‘তুমি কী করো? একটি চরিত্রের জন্য আমার সঙ্গে তোমার দেখা করা উচিত।’ তারপর আমার মনে হয়েছিল, ‘এই লোকটি এত বেশি নারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে যে, তার মনেও নেই এক বছর আগে সে আমাকে তার অফিসে ডেকেছিল এবং সে আমার সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছিল।”
এবারই প্রথম নয় ২০১৮ সালে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তার অভিযোগ তুলেন। ‘মি-টু’ আন্দোলনের অংশ হিসেবে অভিযোগ করেছিলেন—অভিনেত্রী র্যাচেল হোয়াইট, শার্লিন চোপড়া, সহকারী পরিচালক সালোনি চোপড়া, সাংবাদিক করিশমা উপাধ্যায়। এ তালিকায় এবার যুক্ত হলেন নবীনা।
নবীনার জন্ম ও বেড় ওঠা মুম্বাইয়ে। ভারতনাট্যমে প্রশিক্ষণ নেন তিনি। টিভিতে অভিষেকর আগে মডেলিং করেন। অনেক প্রতিষ্ঠিত কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। ২০০৭ সালে টিভি সিরিয়ালে অভিষেক ঘটে। ‘মিলে জাব হাম তুম’, ‘জিনি আউর জুজু’, ‘ইশকবাজ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন নবীনা।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রশ্ন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসির এক সাংবাদিকের ওপর ভীষণ চটে যান। ওই সাংবাদিকের কারণে ‘অস্ট্রেলিয়াকে ক্ষতিগ্রস্ত হতে হবে’ বলে সতর্ক করেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আসন্ন বৈঠকে ওই সাংবাদিকের ব্যাপারে নালিশ করারও হুমকি দেন তিনি।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। এবিসির সাংবাদিক জন লায়ন্সও তাঁকে প্রশ্ন করছিলেন। লায়ন্স এবিসিতে প্রচারিত ফোর কর্নারস অনুষ্ঠানের জন্য সংবাদ সংগ্রহ করছিলেন।
লায়ন্সের সঙ্গে কথোপকথনে ট্রাম্প এটাও বলেছেন, তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ওই বৈঠক হতে পারে।
গতকাল লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কতটা ধনী হয়েছেন? তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পকে হোয়াইট হাউসে অবস্থান করা সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না।’ তিনি ব্যাখ্যা করে বলেন, ট্রাম্প অর্গানাইজেশন নামে তাঁর যে পারিবারিক ব্যবসাটি আছে, সেটি এখন তাঁর সন্তানেরা পরিচালনা করেন।
ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই বেশির ভাগ ব্যবসায়িক চুক্তি হয়েছে।
লায়ন্সের সঙ্গে কথোপকথনে ট্রাম্প এটাও বলেছেন যে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ওই বৈঠক হতে পারে।এরপর লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ব্যবসা করা ঠিক কি না? ট্রাম্প বলেন, ‘আসলে আমি নই, আমার সন্তানেরা ব্যবসা চালাচ্ছে।’
এরপর লায়ন্সকে ট্রাম্প জিজ্ঞাসা করেন, তিনি (লায়ন্স) কোথা থেকে এসেছেন।
এরপর ট্রাম্প চটে গিয়ে বলেন, এ ধরনের প্রশ্ন করার মধ্য দিয়ে লায়ন্স ‘অস্ট্রেলিয়ার ক্ষতি’ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলতে থাকেন, ‘আমার মতে, আপনি এ মুহূর্তে অস্ট্রেলিয়ার অনেক ক্ষতি করছেন। আর তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আপনি জানেন, আপনার নেতা (অ্যান্থনি আলবানিজ) শিগগিরই আমার সঙ্গে দেখা করতে আসছেন। আমি তাঁকে আপনার ব্যাপারে বলব। আপনি খুব খারাপ ভঙ্গিতে কথা বলছেন। আপনি আরও ভালোভাবে কথা বলুন।’
সাংবাদিক লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ব্যবসা করা ঠিক কি না? ট্রাম্প বলেন, ‘আসলে আমি নই, আমার সন্তানেরা ব্যবসা চালাচ্ছে।’এরপর লায়ন্স আবারও কিছু বলতে গেলে তাঁকে থামিয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘চুপ করুন’।
গত জুনে কানাডায় জি-২০ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ট্রাম্প ও আলবানিজের বৈঠক হওয়ার কথা ছিল। তবে হঠাৎই তা বাতিল হয়ে যায়। এর পর থেকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন আলবানিজ।
আরও পড়ুনট্রাম্প-জেলেনস্কির বাগ্বিতণ্ডার পর কী বললেন স্টারমার ও আলবানিজ০১ মার্চ ২০২৫সম্প্রতি আলবানিজ বলেছেন, নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মেলন ও অন্যান্য আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকালে ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিউইয়র্কে আমাদের একে অপরের সঙ্গে দেখা হবে। আগামী সপ্তাহের মঙ্গলবার রাতে তিনি একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করছেন। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ বিভিন্ন ফোরামে আমাদের দেখা হবে। এটা সম্মেলনের মৌসুম।’
ট্রাম্পের সঙ্গে আলবানিজের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আছে পেন্টাগনের অকাস পারমাণবিক সাবমেরিন চুক্তি এবং প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়াতে ট্রাম্প অস্ট্রেলিয়ার কাছে যে দাবি জানিয়েছেন, তা নিয়ে পর্যালোচনা।