জুলাই আন্দোলনে শহীদের ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা
Published: 27th, April 2025 GMT
নোয়াখালী সদর উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে একদল কিশোর গ্যাং এলোপাতাড়ি কুপিয়ে এক স্কুলছাত্রকে গুরুতর জখম করেছে। তার নাম শাহরিয়ার হাসান রিমন (১৬)। রিমন শহরের হরিণারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও জুলাই-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাই এবং নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকার জামাল উদ্দিনের ছেলে।
রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মাথায় ও শরীরে সেলাই দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় পাঠানা হয়।
সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরির্দশক তদন্ত আবু তাহের রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।