যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, দুজন গ্রেপ্তার
Published: 28th, April 2025 GMT
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়কে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা চালানোর সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনজন পালিয়ে যান। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ধলিহার খাঁ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন এমদাদুল হক (৪৯) ও আজিজার রহমান (৩৮)। তাঁদের মধ্যে এমদাদুল হক জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং আজিজার রহমান একই উপজেলার চাকলমা নিমেরপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। এমদাদুল হকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক তিনজন হলেন জয়পুরহাটের কালাই উপজেলার জগডুম্বর গ্রামের হেলাল উদ্দিন (২৮), ক্ষেতলাল উপজেলার বড়তাড়া কুঠিপাড়া এলাকার আবদুস সাত্তার (৪৪) এবং বগুড়ার শেরপুর উপজেলার মো.
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পিকআপ ভ্যান নিয়ে ডুগডুগি বাজার এলাকায় টহলে যায়। রাত সাড়ে তিনটার দিকে টহল শেষে থানায় ফেরার পথে ধলিহার খাঁ পুকুর এলাকায় পৌঁছালে পাঁচজন দেশি অস্ত্রসহ রাস্তার ওপর অবস্থান নেন। পুলিশ তাঁদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যান এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি হাঁসুয়া, একটি বড় রশি ও সাতটি লাঠি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, পুলিশের গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, সড়কে ডাকাতির প্রস্তুতির সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ সকালে তাঁদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র
এছাড়াও পড়ুন:
নিয়োগবিধির প্রজ্ঞাপন : প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতিতে
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, ২০২৫–এ পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধন অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ও বয়সসীমায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে এই সংশোধনী জারি করা হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।
নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৪ ঘণ্টা আগেসরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদেই প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল–২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫নতুন বিধিমালার মাধ্যমে ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশোধিত বিধিমালার ফলে শিক্ষক নিয়োগের মান আরও উন্নত হবে এবং বিজ্ঞান শিক্ষায় দক্ষ প্রার্থীরা সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষা পর্যায়ে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে নতুন ধারা আনতে চায়।