সংগঠ‌নের ঢাকা মহানগর দক্ষিণের সা‌বেক সভাপতি মোহাম্মদ রইস উদ্দিন হত‌্যার স‌ঙ্গে জ‌ড়িত‌দের চ‌ব্বিশ ঘন্টার ম‌ধ্যে গ্রেপ্তা‌রের দা‌বি জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ ইসলামী ছাত্রসেনা।

সোমবার (২৮ এপ্রিল) বিকে‌লে জাতীয় প্রেসক্লাবের সাম‌নে অনু‌ষ্ঠিত বি‌ক্ষোভ এই কর্মসূচি থে‌কে সংগঠনের নেতাকর্মীরা এ দা‌বি ক‌রেন।

বক্তারা বলেন, আমা‌দের নেতা রইসের হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত। মব জাস্টিসের কারণে এমন পরিস্থি‌তির শিকার হ‌য়ে‌ছেন তি‌নি। এ হত্যাকাণ্ডের পেছনে এক‌টি উগ্রবা‌দি অপশক্তি কাজ করছে। পুলিশের অবহেলাও র‌য়ে‌ছে।

তারা বলেন, ২০১৩ সালের নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় উগ্র গোষ্টি আবারও মাথাছাড়া দিয়ে উঠ‌ছে। তা‌রাই  নৃশংসভা‌বে রইস‌কে খুন ক‌রে‌ছে। তা‌কে যেভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হ‌য়ে‌ছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। ২৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন অনুষ্ঠান সফ‌লে ব্যাপক তৎপরতার কার‌ণে উগ্রবা‌দি গোষ্ঠী তা‌কে টা‌র্গেট ক‌রে।

ছাত্রসেনা ঢাকা নগর নেতা মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে বি‌ক্ষোভ সমা‌বে‌শে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, অ্যাডভোকেট ইকবাল হাসান, মুহাম্মদ আব্দুল হাকিম, ক্যানসার গবেষক অধ্যক্ষ ডা.

এস এম সরওয়ার, অ্যাডভোকেট আবদুল হালিম, ইমাম হোসাইন রেজা, মাওলানা আলমগীর যুক্তিবাদী, কাজী মুহাম্মদ তৈয়ব আলী, কাজী জসিম উদ্দীন নুরী, রেহানে মুস্তফা, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, তোফায়েল হোসেন, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট নিয়াজ মোহাম্মদ লিংকন, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ।

সমা‌বেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে নেতাকর্মীরা বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের গি‌য়ে শেষ হয়।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১