গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বার মৃত্যু
Published: 29th, April 2025 GMT
গাজীপুর নগরের মোগরখাল এলাকায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ আরেক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নারীর নাম তাসলিমা আক্তার (৩০)। তিনি শেরপুরে নালিতাবাড়ী উপজেলার বাইগরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গতকাল সোমবার দগ্ধ সীমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়।
আরও পড়ুনগাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ২৮ এপ্রিল ২০২৫পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত আটটার দিকে মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাড়িতে রান্না করছিলেন পারভিন আক্তার নামের এক নারী। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে পারভিনসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাসলিমার মৃত্যু হয়। এ ছাড়া একই ঘটনায় দগ্ধ আরও তিনজন সেখানে চিকিৎসাধীন। তাঁরা হলেন পারভিন আক্তার (৩৫), তাঁর দেড় বছর বয়সী ছেলে আয়ান ও তানজিলা (১০)।
আরও পড়ুনগাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এক নারী মারা গেছেন২৮ এপ্রিল ২০২৫রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ব্যক্তিদের মধ্যে এক অন্তঃসত্ত্বার আজ মৃত্যু হয়েছে। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়োগবিধির প্রজ্ঞাপন : প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতিতে
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, ২০২৫–এ পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধন অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ও বয়সসীমায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে এই সংশোধনী জারি করা হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।
নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৪ ঘণ্টা আগেসরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদেই প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল–২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫নতুন বিধিমালার মাধ্যমে ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশোধিত বিধিমালার ফলে শিক্ষক নিয়োগের মান আরও উন্নত হবে এবং বিজ্ঞান শিক্ষায় দক্ষ প্রার্থীরা সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষা পর্যায়ে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে নতুন ধারা আনতে চায়।