বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মে দিবস শ্রমজীবী মানুষের জয়গান গাওয়ার একটি পরীক্ষিত দিন। সংস্কৃতি অঙ্গনেও এই দিনের রয়েছে প্রবল ছায়াপাত। বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় শ্রমিকশ্রেণিকে নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। মে দিবস উপলক্ষে আজ তিনটি ছায়াছবি নিয়ে কথা বলা হবে, যেগুলো দেখলে শুধু নান্দনিক খিদেই মেটে না, মনের মধ্যে কিছু প্রশ্নেরও জন্ম হয়। মানুষে মানুষে পরিচয়ের হিসাব-নিকাশ নিয়ে তৈরি ভাবনাকেও উসকে দেয় তা। ঘরে বসে দেখে নিতে পারেন এই তিন সিনেমা।

মেইটওয়ান

মেইটওয়ান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শহর। ১৯২০ সালের এক কয়লাখনি নিয়ে ‘মেইটওয়ান’ ছবির কাহিনি।

জন সেইলেসের পরিচালনায় মেইটওয়ান ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ইটওয় ন

এছাড়াও পড়ুন:

শোষিত মানুষের সিনেমা, যা প্রশ্ন জাগায়

বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মে দিবস শ্রমজীবী মানুষের জয়গান গাওয়ার একটি পরীক্ষিত দিন। সংস্কৃতি অঙ্গনেও এই দিনের রয়েছে প্রবল ছায়াপাত। বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় শ্রমিকশ্রেণিকে নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। মে দিবস উপলক্ষে আজ তিনটি ছায়াছবি নিয়ে কথা বলা হবে, যেগুলো দেখলে শুধু নান্দনিক খিদেই মেটে না, মনের মধ্যে কিছু প্রশ্নেরও জন্ম হয়। মানুষে মানুষে পরিচয়ের হিসাব-নিকাশ নিয়ে তৈরি ভাবনাকেও উসকে দেয় তা। ঘরে বসে দেখে নিতে পারেন এই তিন সিনেমা।

মেইটওয়ান

মেইটওয়ান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শহর। ১৯২০ সালের এক কয়লাখনি নিয়ে ‘মেইটওয়ান’ ছবির কাহিনি।

জন সেইলেসের পরিচালনায় মেইটওয়ান ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ