ঢাকায় পুলিশ সদস্য হুমায়ুন হত্যা মামলায় স্ত্রীসহ গ্রেপ্তার ৬
Published: 1st, May 2025 GMT
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের লাশ উদ্ধারের ঘটনায় তার স্ত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী সালমা বেগম (৩২), ফজলে রাব্বি (২৩), মরিয়ম বেগম (৩৮), পলি বেগম (৩৫), মো.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সকালে যাত্রাবাড়ী থানা-পুলিশ দয়াগঞ্জ বটতলা জজ মিয়ার বাড়ির ভাড়া বাসার ফটকের কাছ থেকে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের (৪৪) মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার ওই ঘটনায় নিহত হুমায়ুনের ভাই খোকন হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় বলা হয়, হুমায়ুন কবির ডিএমপির পরিবহন বিভাগে জলকামানের চালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী সালমা বেগম ও দুই সন্তানকে নিয়ে দয়াগঞ্জে থাকতেন। সালমার সঙ্গে তাঁর আত্মীয় মো. রাজীব হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তা হুয়ায়ুন জানতেন। এ নিয়ে গত ২৫ এপ্রিল একটি পারিবারিক সালিস বৈঠক হয়। বৈঠকের পর সালমা ও তাঁর ভাই মো. মানিকের সঙ্গে হুমায়ুন কবিরের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে সালমা বেগম ও তাঁর বন্ধু রাজীব হোসেন ও ওই ভবনের চারতলায় থাকা তার আত্মীয় মরিয়মসহ আরও কয়েকজন মিলে হুমায়ুনকে শ্বাসরোধে হত্যা করেন।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত হুমায়ুনের দুই সন্তান ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে এজাহারভুক্ত আসামি সালমা বেগম ও মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ ভোর পাঁচটার দিকে বরিশাল থেকে শুভ, রাফি, পলি ও কায়েসকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ সদস্য হুমায়ুনের দুটি মুঠোফোন শুভর কাছ থেকে জব্দ করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: প ল শ সদস য হ ম য় ন গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
নিয়োগবিধির প্রজ্ঞাপন : প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতিতে
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, ২০২৫–এ পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধন অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ও বয়সসীমায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে এই সংশোধনী জারি করা হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।
নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৪ ঘণ্টা আগেসরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদেই প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল–২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫নতুন বিধিমালার মাধ্যমে ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশোধিত বিধিমালার ফলে শিক্ষক নিয়োগের মান আরও উন্নত হবে এবং বিজ্ঞান শিক্ষায় দক্ষ প্রার্থীরা সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষা পর্যায়ে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে নতুন ধারা আনতে চায়।