নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব শনিবারের মধ্যে প্রত্যাখ্যান করা না হলে ঢাকাসহ সারাদেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। 

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে আয়োজিত  সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ হুঁশিয়ারি দেন তিনি। হেফাজতে ইসলাম পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এ সমাবেশ  অনুষ্ঠিত হয়। 

সমাবেশে নেতারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী। সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না। শনিবারের মধ্যে আমাদের দাবি মানা না হলে ঢাকাসহ সারাদেশ অচল হয়ে যাবে। 

তিনি আরও বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আমাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ।

সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ড.

শুয়াইব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতি জাবের কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি আজারুল ইসলাম, মুফতি শরিফুল্লাহ, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আসাদুল্লাহ জাকির ও  হাকিম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

সিলেটে সাবেক এমপি, কাউন্সিলরসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে সাবেক সংসদ সদস্য (এমপি) ও সিটি করপোরেশনের সাবেক ২ জন কাউন্সিলরসহ ৮১ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে (দ্বিতীয়) এ বিষয়ে একটি অভিযোগ দেন দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার শাহিন আহমদ (৫০)। বিষয়টি নিশ্চিত করে তাঁর আইনজীবী ফয়ছল আহমদ জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাকবির ইসলাম (পিন্টু), আশিক আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১ আগস্ট দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে শাহিন আহমদ ও তাঁর ছেলে ফাইমুল ইসলামসহ শত শত ছাত্র-জনতা একত্র হয়ে মিছিল বের করেন। মিছিলটি নগরের চৌহাট্টা এলাকায় পৌঁছালে আসামিরা রামদা, কিরিচ, রড, বন্দুক ও ইট নিয়ে হামলা চালান। এ সময় আসামিরা মিছিল লক্ষ্য করে গুলি করার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটান। গুলি লেগে ফাইমুলের চোখ মারাত্মকভাবে জখম হয়। এ ছাড়া ফাইমুলকে হত্যার উদ্দেশ্যে আসামিরা আক্রমণ করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কোনো রাজনৈতিক দলকে এন্টারটেইন করবেন না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • শ্রমিক মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন
  • ৪,৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • ।।  বাংলাদেশি কবির বিরল সম্মাননা ।।
  • ।।  বাংলাদেশি কবিতা বিরল সম্মাননা ।।
  • সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক
  • সাবেক সচিবের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক 
  • সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে দুদকের মামলা
  • সিলেটে সাবেক এমপি, কাউন্সিলরসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা