জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার
Published: 4th, May 2025 GMT
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় ওই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মৃত শওকত আলীর ছেলে মো.
এঁদের মধ্যে মোদ্দাছির ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা ছাত্র শিবিরের বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রথম আলোকে সাইফুল ইসলাম বলেন, মুদ্দাছির উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। গত ডিসেম্বর থেকে তিনি আর কোনো দায়িত্বে নেই।
লোহাগাড়া থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোটগুলো চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁদের ব্যাগ থেকে ১৩টি ১ হাজার টাকার নোট এবং ৩৬টি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের নামে থানায় মামলা হয়েছে এবং আজ রোববার দুপুরে তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনবিষয়ক আইনে পরিবর্তন চায় গণ অধিকার পরিষদ
বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিদ্যমান আইন পরিবর্তনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
মামলার জট কমাতে ও বিচারপ্রক্রিয়া সহজ করতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এ বিষয়ে শাকিল উজ্জামান বলেন, জনগণ যেন সহজেই আইনের মাধ্যমে বিচার পায়, তাই রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের বিকল্প নেই।
বিগত সময়ে ক্ষমতাসীন সরকারগুলো রাজনৈতিক উদ্দেশে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার করেছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। এ বিষয়ে দলের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, আইনের মাধ্যমে ক্ষমা প্রদর্শনসংক্রান্ত একটি বোর্ড অথবা কমিটি গঠন করা হোক। এই বোর্ড বা কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন, যা রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধে সহায়ক হবে।
আরও পড়ুনউচ্চ ও নিম্ন আদালতকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করতে হবে: সালাহউদ্দিন আহমদ১ ঘণ্টা আগে