চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় ওই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মৃত শওকত আলীর ছেলে মো.

মোদ্দাছির(২৫), তাঁর ১৭ বছর বয়সী বোন এবং তাঁদের খালাতো বোন।

এঁদের মধ্যে মোদ্দাছির ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা ছাত্র শিবিরের বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রথম আলোকে সাইফুল ইসলাম বলেন, মুদ্দাছির উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। গত ডিসেম্বর থেকে তিনি আর কোনো দায়িত্বে নেই।

লোহাগাড়া থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোটগুলো চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁদের ব্যাগ থেকে ১৩টি ১ হাজার টাকার নোট এবং ৩৬টি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের নামে থানায় মামলা হয়েছে এবং আজ রোববার দুপুরে তাঁদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

নিয়োগবিধির প্রজ্ঞাপন : প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, ২০২৫–এ পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধন অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ও বয়সসীমায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে এই সংশোধনী জারি করা হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।

নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৪ ঘণ্টা আগে

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদেই প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল–২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫

নতুন বিধিমালার মাধ্যমে ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশোধিত বিধিমালার ফলে শিক্ষক নিয়োগের মান আরও উন্নত হবে এবং বিজ্ঞান শিক্ষায় দক্ষ প্রার্থীরা সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষা পর্যায়ে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে নতুন ধারা আনতে চায়।

সম্পর্কিত নিবন্ধ