নব্বই দশকের সুপারহিট সিনেমা ‘আশিক-প্রিয়া’। আওকাত হোসাইনের পরিচালনায় এই সিনেমায় জুটি বেঁধেছিলেন ফয়সাল এবং ফারহানা। ‘আশিক প্রিয়া’ সিনেমার ‘আমি আশিক তুমি প্রিয়া’ শিরোনামের গানটিকে কালজয়ী গান বললেও ভুল হবে না। গানটি এক সময় গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যেত। 

‘আশিক প্রিয়া’ সিনেমার মাধ্যমে ঢালিউড পেয়েছিল নতুন নায়ক ফয়সালকে। ‘আশিক প্রিয়া’ সিনেমার পরে একই পরিচালকের ‘জানের বাজি’ সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু এরপর আর রূপালি পর্দায় দেখা যায়নি ফয়সালকে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল তার অবস্থান সম্পর্কে জানিয়েছেন।

জানা গেছে, তিনি এখন পরিবারসহ যুক্তরাষ্ট্রের ডালাসে বসবাস করছেন। ২০১৪ সালে পরিবার নিয়ে বিদেশে পাড়ি জমান ফয়সাল। তিন সন্তানের জনক তিনি। চাকরি করছেন যুক্তরাষ্ট্রের একটি গ্যাস কোম্পানিতে। 

আরো পড়ুন:

শর্তসাপেক্ষে স্বাধীনতা চান না বাঁধন

আমি বিবাহিত, বিয়েটা আমার হয়েছে: স্বস্তিকা

উল্লেখ্য, ‘আমি আশিক তুমি প্রিয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। সংগীত আয়োজন করেছেন বাপ্পী লাহিড়ী। গানটির কথা লিখেছেন, পলক ব্যানার্জি।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফয়স ল

এছাড়াও পড়ুন:

শ্যাম্পু ছাড়া চুল ধোয়ার প্রাকৃতিক উপায়

বেশিরভাগ মানুষ চুল ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করেন। কেউ কেউ আবার চুল পরিষ্কার করতে সাবান ব্যবহার করেন। শ্যাম্পুতে অনেক ধরনের রাসায়নিক থাকে, যা চুলের ক্ষতি করতে পারে। এটি চুল পড়ার সমস্যাও বাড়ায়। চাইলে শ্যাম্পু ব্যবহার না করেও বাড়িতে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে চুল পরিষ্কার করতে পারেন। যেমন-

বেসন
যদি আপনি শ্যাম্পু দিয়ে চুল ধুতে না চান, তাহলে বেসন দারুন ঘরোয়া প্রতিকার হতে পারে। বেসন চুল সম্পূর্ণভাবে পরিষ্কার করতে সাহায্য করে। বেসন কেবল ত্বকের জন্যই নয়, চুলের জন্যও উপকারী।  এর জন্য, পানিতে গুলানো বেসন নিন। এটি চুল এবং মাথার ত্বকে ভালভাবে লাগান। আধ ঘন্টা পরে,পানি দিয়ে চুল পরিষ্কার করুন। এতে চুলে জমে থাকা ময়লা এবং তেল দূর হবে। চুল নরম এবং চকচকে দেখাতে শুরু করবে।

অ্যালোভেরা
চুল ধোয়ার জন্য অ্যালোভেরা খুবই চমৎকার একটি প্রতিকার। এর জন্য, অ্যালোভেরা জেল নিন। চুল এবং মাথার ত্বকে ভালোভাবে লাগান। এক ঘন্টা পরে, পানি দিয়ে মাথা পরিষ্কার করুন। অ্যালোভেরায় থাকা ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য চুলে আর্দ্রতা সরবরাহ করে। অ্যালোভেরা চুলকে নরম, মসৃণ এবং চকচকে করে তোলে। সপ্তাহে ২-৩ বার অ্যালোভেরা দিয়ে চুল ধুতে পারেন। এতে খুশকি দূর। চুলও প্রাণ ফিরে পাবে।

নারকেলের দুধ
যাদের চুল শুষ্ক তারা নারকেলের দুধ দিয়ে চুল ধুতে পারেন। নারকেলের দুধ সহজেই ঘরে তৈরি করা যায়। নারকেলের দুধ চুলকে আর্দ্র করে। এটি চুলের পুষ্টি জোগায় এবং মজবুত করে। একটি পাত্রে নারকেলের দুধ নিয়ে চুলে লাগান। এক ঘন্টা পর পানি দিয়ে চুল পরিষ্কার করুন। ভালো ফল পেতে সপ্তাহে দুবার নারকেলের দুধ দিয়ে চুল ধুয়ে নিন।

টক দই
চুল ধোয়ার জন্য টক দইও ব্যবহার করতে পারেন। এর জন্য, এক বাটি দই নিন। চুল এবং মাথার ত্বকে লাগান। এক ঘন্টা রেখে দিন। তারপর পানি দিয়ে চুল পরিষ্কার করুন। দই চুলে আর্দ্রতা জোগায় এবং চুলের সব সমস্যা দূর করে। দই মাথার ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করে। দই চুল থেকে খুশকি করে।  সপ্তাহে ২-৩ বার দই দিয়ে চুল ধুতে পারেন।

আমলকীর গুঁড়া
আমলকীর গুঁড়ো চুলের জন্য খুবই উপকারী। এটি চুলের নানা সমস্যা দূর করে। প্রতিদিন যদি চুলে আমলকীর গুঁড়ো লাগানো যায় তাহলে চুল মজবুত হবে। আমলকীর গুঁড়ো চুলকে সুস্থ রাখে এবং চুল পড়া রোধ করে। এর জন্য একটি পাত্রে ২-৩ টেবিল চামচ আমলকীর গুঁড়ো নিন। এতে পানি বা গোলাপজল যোগ করুন। এবার এই পেস্টটি চুলে লাগান এবং আধ ঘন্টা পর ধুয়ে ফেলুন। এতে চুল নরমও হবে। চুলে জমে থাকা ময়লা দূর হবে।

সম্পর্কিত নিবন্ধ