পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।

অন্যদিকে ভারত-শাসিত কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে— ভারত-শাসিত কাশ্মিরে পাকিস্তানি সেনাদের সামরিক অভিযানে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে “নির্বিচারে গুলিবর্ষণ” শুরু করেছে।

তাদের দাবি, নির্বিচারে গুলিবর্ষণ/গোলাবর্ষণে তিনজন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় বাহিনীও আনুপাতিকভাবে জবাব দিচ্ছে।

এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি।

খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন।

খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক। কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে, তাহলে আমাদের জবাব দিতে হবে।

এদিকে ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত

এছাড়াও পড়ুন:

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত

চট্টগ্রামের চন্দনাইশে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা ইকবাল হোসেন (৩৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সহকর্মী জাবেদ হোসেন (২৮)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার হাশিমপুর বাইন্যাপুকুর এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার সবুজ শিকদারের ছেলে। তিনি এনজিও সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’-এর চন্দনাইশ শাখার ব্যবস্থাপক ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক প্রথম আলোকে বলেন, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দোহাজারীমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত জাবেদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার সময় ইকবাল হোসেন ও জাবেদ হোসেন এনজিওর কাজে মোটরসাইকেলে করে দোহাজারীতে যাচ্ছিলেন। বাসটি বর্তমানে হাইওয়ে থানা–পুলিশের হেফাজতে রয়েছে।

এর আগে একই দিন দুপুরে ওই এলাকার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি বেপরোয়া হায়েস গাড়ির ধাক্কায় নিখিল পাল (৪৫) নামের এক পথচারী নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

সম্পর্কিত নিবন্ধ