বাংলা আধুনিক সংগীতের তিনজন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মান জানাল গীতিকবি সংঘ বাংলাদেশ। শনিবার বিকেলে ঢাকার বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাদের প্রতি এ সম্মান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, আলী সুমন, শওকত আলী ইমন, নাসির আহমেদ, ডা.

আরিফ, মিল্টন খন্দকার, শহীদুল্লাহ্ ফরায়জী, আনজীর লিটন, বাপ্পী খান, বাকীউল আলম, এনামুল কবির সুজন, সীরাজুম মুনীরসহ সংঘের সদস্যরা।

সন্ধ্যা ৬টায় তুষার হাসানের সঞ্চালনায় আয়োজনটি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার। তারপর প্রথম পর্বে জয় শাহরিয়ারের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন শহীদ মাহমুদ জঙ্গী। এরপর দ্বিতীয় ও তৃতীয় পর্বে যথাক্রমে সাকী আহমদ ও অধরা জাহানের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদ। 

এই আয়োজনে অতিথিরা সংগীতে তাদের পথচলা নিয়ে উপস্থাপক ও দর্শকদের সঙ্গে কথা বলেন, মতবিনিময় করেন। এ সময় ভিডিওচিত্রের মাধ্যমে প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করা হয়।

আড্ডায় গীতিকবি তিনজনের বর্ণাঢ্য ক্যারিয়ার ছাড়াও জীবনের নানা ঘটনাপ্রবাহ উঠে আসে। এ অনুষ্ঠানে গীতিকবি সংঘ বাংলাদেশ তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল উন্মুক্ত করেন। সংঘের সভাপতি আসিফ ইকবালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ‘গীতিকবি আড্ডা’-এর প্রথম আয়োজন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নতুন সিনেমায় শাকিব খান, মোশাররফ করিম কি বাদ

দুই দিন ধরেই শোনা যাচ্ছে শাকিব খানকে নিয়ে নাট্য পরিচালক আবু হায়াত মাহমুদ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাঁরা চুক্তিও করেছেন। এর সঙ্গে আরও শোনা যায়, এই পরিচালকের ঘোষণা করা এক বছর আগের একটি সিনেমায় মোশাররফ করিমের চরিত্রেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। তাহলে কি মোশাররফ করিম বাদ যাচ্ছেন? সিনেমাটি নিয়ে কী হচ্ছে, সেটাই জানালেন পরিচালক।

জানা গেল, নতুন সিনেমায় থাকছেন শাকিব খান। ঈদে ‘তাণ্ডব’ মুক্তির পরে বেশ কিছু সিনেমায় শাকিব খানের চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেলেও অবশেষে শাকিব খানকে পাওয়া গেল আবু হায়াতের সিনেমায়। সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। আবু হায়াত বলেন, ‘আমরা বেশ কয়েকবার শাকিব খানের সঙ্গে গল্প নিয়ে বসেছিলাম। তিনি আমাদের গল্প, প্রেক্ষাপট খুবই পছন্দ করেছেন। প্রশংসা করেছেন। যে কারণে তিনি সিনেমা নিয়ে আগ্রহী হন। গতকালই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই।’

শাকিব খান

সম্পর্কিত নিবন্ধ