ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবা বাহিনী
Published: 11th, May 2025 GMT
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নজড়কাড়া পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে আজ রোববার (১১ মে) ‘এ’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ২-২ গোলের ড্র করায় আজকের ম্যাচটি ছিল কার্যত বাঁচা-মরার। জয় না পেলে তাকিয়ে থাকতে হতো গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে কোনো জটিল সমীকরণের অপেক্ষা না রেখে মাঠেই নিজেদের কাজ সেরে ফেলেছে বাংলাদেশ।
প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে মুর্শেদ আলী চমৎকারভাবে বল নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর মুর্শেদ নিজেই হয়ে ওঠেন গোলের রচয়িতা। ডান প্রান্ত থেকে তার বাড়ানো বলে ভুটানের রক্ষণভাগ ভুল করে বসে, আর সুযোগটা কাজে লাগিয়ে সুমন সরেন বল জালে পাঠান।
আরো পড়ুন:
মায়ামিতে সবচেয়ে বড় হারের স্বাদ পেলেন মেসি
ভারতে দুই গোলে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ
বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল অনেক বেশি গোছানো ও সতর্ক। মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে কোনো বড় ভুল করেননি ডিফেন্ডাররা। শেষ মুহূর্তে আক্রমণভাগের সমন্বিত এক প্রচেষ্টায় আবারও উজ্জ্বল হয়ে ওঠেন অধিনায়ক ফয়সাল। চূড়ান্ত মিনিটে তার গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে।
আগামী ১৬ মে নির্ধারিত সেমিফাইনালে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনো নির্ধারিত না হলেও অন্য গ্রুপ থেকে ভারত ও নেপাল সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (৩০ জুন) দেশের সব বাণিজ্যিক ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
ব্যাংক হিসাব স্থগিত করা ব্যক্তিদের মধ্যে রয়েছে- শওকত আলী, তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারিন, তার মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরিন ও ছেলে মো. জারান আলী চৌধুরী।
বিএফআইইউর একজন কর্মকর্তা জানান, এসব ব্যক্তিদের হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আর এ কারণে হিসাব স্থগিত করা হয়েছে।
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আলোচ্য ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনও ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে আগামী ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। এছাড়া, আগামী ২ জুলাইয়ের মধ্যে তাদের হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য বিএফআইইউ পাঠাতে বলা হয়েছে।
ঢাকা/নাজমুল/ইভা