ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট  যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ওই মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়ের করা চার মামলার এজাহারনামীয় আসামি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করেছে।

ঢাকা/এমআর/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

৭.৬৫ বোরের আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় ৭.৬৫ বোরের আগ্নেয়াস্ত্রসহ মো. শামিম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির। এর আগে, গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইর্স্টান হাউজিং এলাকার জনৈক রিপনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শামিম শেখ ওরফে মুন্না শেখ নড়াইল সদর উপজেলার বল্লারটোপ এলাকার মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি ভূমিদস্যু এমএ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শাহীনুর কবির বলেন, “গতকাল দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করা হয়। 

‘এসময় স্বপনের কক্ষ থেকে গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৭.৬৫ বোরের পুরনো পিস্তল, একটি ম্যাগাজিন, স্প্রিং যুক্ত দুই রাউন্ড গুলি, ১২ ইঞ্চি স্টেইনলেস স্টিলের ধারালো চাপাতি, লোহার তৈরি ১৯ ইঞ্চি ধারালো দা, লোহার তৈরি ‘২২ ইঞ্চি দ্বি-মাথা ধারালো ভাইকিং কুড়াল, লোহার ১৪.৫ ইঞ্চি ধারালো ছুরি, লোহার ১০ ইঞ্চি ধারালো ছুরি, ৪৫ ইঞ্চি মোটরসাইকেলের চেইন, লোহার তৈরি ২৬ ইঞ্চি কালো কভার যুক্ত পাইপ উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হাননান, ওসি অপারেশন শফিকুল ইসলাম সুমনসহ আশুলিয়া থানার কর্মকর্তারা।

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত নিবন্ধ