১০০ আত্মঘাতী ড্রোনবাহী আকাশযান বানাচ্ছে চীন
Published: 20th, May 2025 GMT
ড্রোনবাহী উড্ডয়নক্ষম আকাশযান তৈরি করছে চীন। এই আকাশযান থেকে একসঙ্গে ১০০টি কামিকাজে (আত্মঘাতী) ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব। জিউ তান নামে এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ও দূরপাল্লার ইউএভি (আনম্যানড অ্যারিয়াল ভেহিক্যাল) কামিকাজে ড্রোন ছাড়াও অন্যান্য অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম।
চীনা রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমের বরাতে টেলিগ্রাফ জানিয়েছে, গত সপ্তাহে জিউ তানের চতুর্থ প্রোটোটাইপের কাঠামো তৈরি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সেটির ইনস্টলেশন ও পরীক্ষা চলছে। আগামী মাসেই এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে চীন তাদের বিমানবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে চাইছে। চীনা প্রতিষ্ঠান শানজি আনম্যানড ইকুইপমেন্ট টেকনোলজি এই ‘জিউ তান’ আকাশযানটি তৈরি করেছে। গত বছরের নভেম্বরে দেশের বৃহত্তম ঝুহাই এয়ার শোতে এই আকাশযান প্রথমবারের মতো প্রদর্শিত হয়। ২৫ মিটার দীর্ঘ ডানার এই যানটি টানা ১২ ঘণ্টা উড়তে পারে এবং এর সর্বোচ্চ পাল্লা সাত হাজার কিলোমিটার, অর্থাৎ এটি সাত হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে পারে।
নতুন এই উড়োজাহাজের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এটি একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করতে পারে, যা শত্রুপক্ষের প্রতিক্রিয়া জানানো কঠিন করে তুলবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে এর একটি প্রতিরূপ দেখানো হয়েছে। ড্রোনের এই ঝাঁক গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং পুনরুদ্ধার প্রচেষ্টার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। চীন-তাইওয়ানের মধ্যে সংঘাত বাড়লে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই নতুন উড়োজাহাজ।
এই উড়োজাহাজটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পিএল-১২ এফ বহন করতে পারে। এটি ভূমি থেকে ৪৯ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড্ডয়নে সক্ষম। এর এত উচ্চতায় পৌঁছানোর এই ক্ষমতা এটিকে ভূমিভিত্তিক রাডার সিস্টেমের কাছে শনাক্ত করা কঠিন করে তুলবে এবং বিশ্বের অনেক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর দিয়ে উড়তে পারবে। খবর ডেইলি মেইলের।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এমনও সময় ছিল, তিনটি চাকরি একসঙ্গে সামলেছি
ছবি: লেখকের সৌজন্যে