না’গঞ্জ আদালতের বিচারকের স্বাক্ষর জালিয়াতি, আইনজীবীর সহকারী আটক
Published: 26th, May 2025 GMT
নারায়ণগঞ্জে আদালতের একজন বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরির অভিযোগ উঠেছে এক আইনজীবীর সহকারীর বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (২৬ মে) দুপুরে সিয়াম আহমেদ নামের একজন আইনজীবী সহকারীকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় মো.
এদিকে, ওই মামলায় রোববার রাতে রূপগঞ্জ থানা পুলিশ রুবেলকে গ্রেপ্তার করলে তার স্বজনরা আদালতের কথিত আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শককে তদন্তের নির্দেশ দেন। তদন্তে কোর্ট পুলিশের পরিদর্শক ভুয়া কাগজপত্রের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, “কয়েক মাস ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল যে, কিছু ব্যক্তি বিচারকদের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরি করছে। রোববার রাতেও এমন একটি পরোয়ানা ফেরতের কাগজ আমাদের হাতে আসে, যা আমাদের সন্দেহ হয়।”
তিনি আরও বলেন, “আমরা অনুসন্ধানে জানতে পারি, অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী সিয়াম আহমেদ এই কাজটির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে। আমরা তাকে নজরদারিতে রেখেছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
নিজের সহকারী সম্পর্কে অ্যাডভোকেট ধীরেন সরকার বলেন, “সিয়াম আহমেদ আমার সহকারী ছিল। তবে তার এই জালিয়াতির বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি তাকে আর সহকারী হিসেবে রাখছি না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হামিদুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। এখন আইন তার নিজস্ব প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন বলেন, “সিয়াম আহমেদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পেয়েছি।
আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং যিনি তার আইনজীবী ছিলেন, তাকেও সতর্ক করেছি। অভিযুক্ত সহকারীকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।”
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আইনজ ব স য় ম আহম দ ন র য়ণগঞ জ ও পর য় ন র সহক র ব যবস থ আইনজ ব ব চ রক সরক র
এছাড়াও পড়ুন:
বন্দরে বালক (অনূর্ধ্ব-১৪) সাঁতার প্রশিক্ষণের সনদ পত্র বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বন্দর উপজেলায় বালক (অনূর্ধ্ব-১৪) সাঁতার প্রশিক্ষণ (২০২৪-২০২৫) এর সমাপনী ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ সমাপনী ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বন্দর, মো. সালে আহমদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সরকারি হাজী আলমচান মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদ শাহানশাহ ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্র-ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। সাতার শুধু একটি খেলাই নয়, এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা।
ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, (অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণাথীরা।
ফারজানা আক্তার সাথী জানান, বাছাইকৃত সাঁতারুকে ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র ও তাদের শিক্ষকরা প্রশিক্ষণের মান ও আয়োজনের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, জেলা ক্রীড়া অফিসার ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন এবং অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করে সবার সফলতা কামনা করেন।