নারায়ণগঞ্জে আদালতের একজন বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরির অভিযোগ উঠেছে এক আইনজীবীর সহকারীর বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (২৬ মে) দুপুরে সিয়াম আহমেদ নামের একজন আইনজীবী সহকারীকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় মো.

রুবেল ভূঁইয়ার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে রুবেল ভূঁইয়া আইনজীবীর সহকারী সিয়াম আহমেদের কাছে গেলে তিনি বিচারকের স্বাক্ষর জাল করে একটি ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ তৈরি করে রুবেলকে সরবরাহ করেন।

এদিকে, ওই মামলায় রোববার রাতে রূপগঞ্জ থানা পুলিশ রুবেলকে গ্রেপ্তার করলে তার স্বজনরা আদালতের কথিত আদেশনামা ও পরোয়ানা ফেরতের কাগজ দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শককে তদন্তের নির্দেশ দেন। তদন্তে কোর্ট পুলিশের পরিদর্শক ভুয়া কাগজপত্রের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, “কয়েক মাস ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল যে, কিছু ব্যক্তি বিচারকদের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত তৈরি করছে। রোববার রাতেও এমন একটি পরোয়ানা ফেরতের কাগজ আমাদের হাতে আসে, যা আমাদের সন্দেহ হয়।”

তিনি আরও বলেন, “আমরা অনুসন্ধানে জানতে পারি, অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী সিয়াম আহমেদ এই কাজটির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে। আমরা তাকে নজরদারিতে রেখেছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

নিজের সহকারী সম্পর্কে অ্যাডভোকেট ধীরেন সরকার বলেন, “সিয়াম আহমেদ আমার সহকারী ছিল। তবে তার এই জালিয়াতির বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি তাকে আর সহকারী হিসেবে রাখছি না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হামিদুর রহমান বলেন, “ঘটনার পরপরই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। এখন আইন তার নিজস্ব প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন বলেন, “সিয়াম আহমেদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পেয়েছি।

আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং যিনি তার আইনজীবী ছিলেন, তাকেও সতর্ক করেছি। অভিযুক্ত সহকারীকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।”
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আইনজ ব স য় ম আহম দ ন র য়ণগঞ জ ও পর য় ন র সহক র ব যবস থ আইনজ ব ব চ রক সরক র

এছাড়াও পড়ুন:

১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন

১১২ টাকার আবেদন ফিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরির ১৪টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

এই ১৪টি পদে ১ হাজার ২৩৩ জন আবেদন করেছিলেন। গত ২৪ অক্টোবর তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এদিনই ফলাফল প্রকাশ করা হয়। এরপর গত ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা শেষে ২ অক্টোবর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরে নিয়োগপ্রাপ্তদের হাতে সোমবার নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত আড়াইহাজারের দয়াকান্দা এলাকার হাবিব উল্লাহ বলেন, কোনো রকমের ত্রুটি ছাড়াই এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমাদের কোনো রকমের বেগ পোহাতে হয়নি। এই ধারা অব্যাহত থাকলে বিনা টাকায় সরকারি চাকরির প্রতি আস্থা তৈরি হবে।

একইভাবে জুবাইদা মারুফা নামে আকেজন নিয়োগপ্রাপ্ত বলেন, আমাদের এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল। সেই সঙ্গে অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরকম নিয়োগ আগে কখনও শুনি নাই। এই ধারা অব্যাহত থাকলে যারা যোগ্য তারাই এগিয়ে যাবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি চাকরিতে নিয়োগের বিষয়টি আসলেই ‘যদি, কিন্তু’ ফ্রেমে সমাজে প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই ‘যদি কিন্তু’র ধারণা ভাঙতে চেয়েছি।

যেদিন এই নিয়োগের কার্যক্রম শুরু করেছিলাম সেদিন প্রত্যয় নিয়েছিলাম এই নিয়োগ ১১২ টাকাতেই হবে। সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি। আমাদের নিয়োগের প্রত্যেকটি পর্যায়ে আমরা আমাদের স্বচ্ছতার পরিচয় রাখতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, জুলাই স্পিরিট ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের সন্তানরা চাকরি পাবে। আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ছিল শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। নিয়োগপ্রাপ্তরা কর্মক্ষেত্রে শতভাগ সেবার মনোভাব নিয়ে কাজ করবে এই প্রত্যাশা করছি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • আরপিওর বিধানের বৈধতার রায় রিভিউর জন্য হলফনামার অনুমতি
  • সন্দিগ্ধ আসামি হিসেবে দেশ টিভির আরিফ ও নাসার নজরুলকে গ্রেপ্তার দেখানো হলো
  • অপরাধ আমলে নেওয়ায় দুই বছরের সময়সীমার বিধান প্রশ্নে রুল
  • আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন নেপালের প্রধান বিচারপতি
  • তত্ত্বাবধায়ক সরকারযুক্ত সংবিধানই জনগণ চায়
  • খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
  • এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে: কায়সার কামাল
  • ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে ৫০ কোটি ডলার ঋণ জালিয়াতির অভিযোগ