চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়াহাট পৌরসভায় কলোনিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে পৌরসভার ৩ নন্বর ওয়ার্ডের ছেরাজুল হকের দোকান ঘর ও কলোনিতে এ ঘটনা ঘটে। 

নিহত মো. জয়নাল আবেদীন খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার এলাকার বাচ্চু মিয়ার ছেলে৷ 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ রোববার ভোরে বারইয়ারহাট পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হকের কলোনিতে আগুন লাগে। এতে কলোনির সব ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের ধোঁয়া নিঃশ্বাস বন্ধ হয়ে জয়নাল আবেদিন নামের একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ছেরাজুল হকের কলোনির কাঁচাঘর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অগ্নিকাণ্ডে নিহত 
জয়নাল আবেদিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কল ন ত

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ