ভারতের উত্তরাখণ্ডে সাত আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
Published: 15th, June 2025 GMT
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে আজ রোববার ভোরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে রয়টার্স এই খবর দিয়েছে। এএনআইয়ের খবরে বলা হয়, হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন।
এএনআইয়ের খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে পাঁচজন প্রাপ্ত বয়স্ক ও একজন শিশু।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), স্থানীয় প্রশাসন ও অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ