আজ বুধবার শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। আজ মোট ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এবার দেখে নেওয়া যাক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের মূল্যবৃদ্ধিতে আজ কোন পাঁচটি কোম্পানি শীর্ষে আছে।

১. সেন্ট্রাল ইনস্যুরেন্স
ডিএসইর ওয়েবসাইট সূত্রে দেখা যাচ্ছে, আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। গতকাল সোমবার দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৩০ টাকা। আজ দিন শেষে শেয়ারটির দাম হয়েছে ৩৩ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ১২ শতাংশ, ২০২২ সালে ১৫ শতাংশ, ২০২১ সালে ১৮ শতাংশ ও ২০২০ সালে ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

২.

জাহীন স্পিনিং
মূল্যবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে জাহীন স্পিনিং। শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৬ দশমিক ৩ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম হয়েছে ৬ দশমিক ৯ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৩. অ্যাপেক্স ফুডস লিমিটেড
আজ তৃতীয় স্থানে আছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৮০ দশমিক ৩ টাকা; আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১৯৪ দশমিক ২ টাকা। কোম্পানিটি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৪. কর্ণফুলী ইনস্যুরেন্স
চতুর্থ স্থানে আছে কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। গতকাল দিন শেষে এর দাম ছিল ২৪ দশমিক ২ টাকা। আজ দিন শেষে দাম হয়েছে ২৬ টাকা। কোম্পানিটি ২০২৩ ও ২০২২ সালে ১০ শতাংশ এবং ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৫. রিপাবলিক ইনস্যুরেন্স
পঞ্চম স্থানে থাকা রিপাবলিক ইনস্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ। গতকাল দিন শেষে এই কোম্পানির শেয়ারের দাম ছিল ২৫ দশমিক ১ টাকা। আজ দিন শেষে এই শেয়ারের দাম হয়েছে ২৬ দশমিক ৯ টাকা। এই কোম্পানি ২০২৩ সালে ১১ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২০২১ সালে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই ক ম প ন র শ য় র র দ ম গতক ল দ ন শ ষ ইনস য র ন স আজ দ ন শ ষ দ ম হয় ছ দশম ক

এছাড়াও পড়ুন:

ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের

২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল পিএসজি তারকা আশরাফ হাকিমির বিচার করার দাবি তুলেছেন ফরাসি কৌঁসুলিরা। মরক্কোর এই রাইটব্যাক অভিযোগটি অস্বীকার করেছেন।

নঁতের কৌঁসুলি অফিস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তদন্তে নিয়োজিত বিচারককে ধর্ষণের এই অভিযোগ ফৌজদারি আদালতে তোলার অনুরোধ করেছেন ফরাসি কৌঁসুলিরা। কৌঁসুলি অফিস থেকে এএফপিকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নিজের আদেশ কাঠামোর ভেতরে থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার এখন তদন্তে নিয়োজিত ম্যাজিস্ট্রেটের ওপর।’

আরও পড়ুননিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী৫৭ মিনিট আগে

গত মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির ৫–০ গোলের জয়ে বড় অবদান ছিল হাকিমির। পিএসজির প্রথম গোলটি ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের। সর্বশেষ ২০২২ বিশ্বকাপেও প্রথম আরব দেশ হিসেবে মরক্কোর সেমিফাইনালে ওঠায় দারুণ অবদান ছিল হাকিমির। ২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

হাকিমির বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি অভিযোগকারীকে প্যারিসের উপকণ্ঠে বুলান–বিয়ানকুতে অবস্থিত নিজের বাসায় আসার খরচ দেন। তখন হাকিমির স্ত্রী ও সন্তান ছুটি কাটাতে বাইরে ছিলেন। অভিযোগকারী সেই নারী এরপর পুলিশ স্টেশনে গিয়ে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এবং তখন পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে। সেই নারী আনুষ্ঠানিক অভিযোগ করতে না চাইলেও কৌঁসুলিরা হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন।

পুলিশকে অভিযোগকারী নারী তখন জানিয়েছিলেন, ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে তাঁর পরিচয়। সেই রাতে ট্যাক্সি করে হাকিমির বাসায় তিনি গিয়েছিলেন এবং ভাড়াটা পিএসজি তারকাই দেন। পুলিশকে সেই নারী বলেছিলেন, হাকিমি সম্মতি ছাড়াই তাঁর শরীর স্পর্শ করেন এবং তারপর ধর্ষণ করেন। পুলিশের এক সূত্রও তখন এএফপিকে এ কথা জানায়। এক বন্ধুকে ফোনে খুদে বার্তা পাঠিয়ে আসতে বলেছিলেন সেই নারী। পরে সেই বন্ধু এসে তাঁকে নিয়ে যান।

আরও পড়ুনরিয়াল মাদ্রিদ ছাড়তে চান না কোনো খেলোয়াড়, ‘বেকায়দায়’ ক্লাব কর্তৃপক্ষ২ ঘণ্টা আগে

কৌঁসুলিরা গতকাল হাকিমির বিচারের দাবি তোলার পর তাঁর আইনজীবী ফ্যানি কোলিনের সঙ্গে যোগাযোগ করে এএফপি। তাঁর মতে, কৌঁসুলিদের এ সিদ্ধান্ত, ‘মামলার উপকরণ বিচারে বোধগম্য নয় এবং অর্থহীন। আশরাফ হাকিমিসহ আমরা শান্তই আছি এবং আমরা প্রক্রিয়ার শুরুতে ছিলাম। আমরা অবশ্যই আপিলের সব রকম পথই বের করব।’ কোলিন দাবি করেন, তাঁর মক্কেল, ‘পরিকল্পিতভাবে অন্যায় দাবির শিকার’।

অভিযোগকারী নারীর আইনজীবী র‌্যাচেল–ফ্লোর প্রাদো এএফপিকে বলেছেন, ‘এই মামলার কোনো কিছুতেই অন্যায় দাবির আলামত নেই। আমার মক্কেল এ খবরে (হাকিমিকে বিচারের সন্মুখীন করা) অনেক স্বস্তি পেয়েছে।’

গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জয়ে দারুণ ভূমিকা ছিল হাকিমির

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় নারী বক্সিংয়ে রৌপ্য পেলেন যবিপ্রবির আফরা
  • কিয়েভে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৩১
  • ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের
  • স্ত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আলোচনায় গুরমিত
  • হুতিদের হামলায় সৌদি যুবরাজের লোহিত সাগর বন্দর পরিকল্পনা কি ভেস্তে যাবে
  • রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’
  • স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পাকেতার
  • এভাবেও ফিরে আসা যায়
  • ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন
  • কলকাতায় বাংলাদেশি অভিনেত্রী গ্রেপ্তার , দাবি ভারতীয় গণমাধ্যমের