মৌলভীবাজারে এনসিপির জেলা সমন্বয় কমিটি ঘোষণা
Published: 19th, June 2025 GMT
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির ৩১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে খালেদ হাসানকে। গতকাল বুধবার রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো.
কমিটির অন্য সদস্যরা হলেন—কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ ও হোসাইন আহমদ। এই কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করবে।
প্রধান সমন্বয়কারী খালেদ হাসান প্রথম আলোকে বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং তাঁর একটি ফার্মেসি রয়েছে। ছাত্রাবস্থায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৫ সাল থেকে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এরপর আর কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। কমিটির বেশির ভাগ সদস্যই ব্যবসায়ী; কেউ কেউ ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে কর্মরত, আবার কেউ সদ্য ছাত্রজীবন শেষ করেছেন।
খালেদ হাসান আরও বলেন, এই কমিটির সদস্যদের অনেকে জুলাই-আগস্টের আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন। জেলার সাতটি উপজেলার প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূলে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এনসিপি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ প্রথম আলোকে বলেন, জেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাস এই কমিটি মাঠপর্যায়ে দলকে সক্রিয় ও সংগঠিত করবে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এরপর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গঠন কর কম ট র য় কম ট পর য য় উপজ ল সদস য এনস প
এছাড়াও পড়ুন:
বাবা-মেয়ের কাছ থেকে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
মৌলভীবাজারের বড়লেখায় বাবা ও মেয়ের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়ার সেলিম আহমদ ওরফে অনিক (৩৭) ও সিলেটের শাহপরাণ এলাকার সাকিব আহমদ (২৫)।
আরো পড়ুন:
জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল
হত্যাচেষ্টা মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
পুলিশ জানায়, বড়লেখার শিমুলিয়া এলাকার আব্দুল আহাদ গত ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে পূবালী ব্যাংকের বড়লেখা শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। তার মেয়ে সুহাদা আক্তারের ব্যাগে নগদ ১৬ হাজার টাকা ছিল। টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শিমুলিয়া এলাকায় চারজন সন্ত্রাসী দুইটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।
তারা ধারালো অস্ত্র দেখিয়ে আব্দুল আহাদের মেয়ের ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন, দুই ভরি রুপার চেইন এবং জাতীয় পরিচয়পত্র ছিল। এ ঘটনায় বড়লেখা থানায় বাদী আব্দুল আহাদ অভিযোগ দেন। এরপর মামলা রুজু হয় (মামলা নম্বর-১৭, ধারা ৩৪১/৩৯২ দণ্ডবিধি)।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় সন্ত্রাসীদের শনাক্ত করা হয়। ১ আগস্ট রাতে সিলেট শহরের শাহপরাণ থানাধীন কাজিরবাজার এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯৯ হাজার ৫০০ টাকা, ভিকটিমের মোবাইল, ধারালো একটি দা, একটি মোটরসাইকেল ও কালো হেলমেট, টি-শার্ট ও গেঞ্জি জব্দ করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা বলেন, “গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার বাদীও তাদের শনাক্ত করেছেন। তারা জবানবন্দিতে পলাতক আরো কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছে। তাদের ধরতে অভিযান চলছে।”
ঢাকা/আজিজ/মাসুদ