আইডিই বাংলাদেশের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্ট্র্যাটেজি উন্মোচিত
Published: 2nd, July 2025 GMT
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশ ২০২৫–২০৩০ সাল মেয়াদি প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্ট্র্যাটেজি প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, এই স্ট্র্যাটেজি কেবল একটি কর্মপরিকল্পনা নয়, এটি দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত ‘ক্যাটালাইজিং মার্কেটস: আইডিই বাংলাদেশ প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট সামিট ২০২৫’-এ কৌশলগত এই দলিল উন্মোচন করে আইডিই বাংলাদেশ। অনুষ্ঠানে সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও বাজারভিত্তিক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এই সম্মেলনে সরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি খাতের দুই শ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই, এসএমসি, লাল তীর সিড লিমিটেড, এনআরবিসি ব্যাংক, রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন, রহিম আফরোজ, ইস্পাহানি অ্যাগ্রো, ব্র্যাক, গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেড।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক, এফসিডিও, ইউনিসেফ, জিআইজেড, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, ইতালীয় ও ডেনিশ দূতাবাসের প্রতিনিধিরা। সম্মেলনে প্রাইভেট সেক্টরের ১৪টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামীর কার্কি স্ট্র্যাটেজি উপস্থাপন করে বলেন, ‘এটি শুধু একটি নথি নয়, এটি প্রাইভেট সেক্টরের সঙ্গে অংশীদারত্বে কাজ করার আইডিইর অঙ্গীকারের প্রতিফলন। এই স্ট্র্যাটেজি এমন একটি ভিশন তুলে ধরে, যেখানে ব্যবসা ও উন্নয়ন খাত একত্রে কাজ করে নতুন সুযোগ সৃষ্টি করে, বাজারব্যবস্থা শক্তিশালী করে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসে।’
একটি প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কৃষি, পানি ও স্যানিটেশন (ওয়াশ), নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি এবং ফিনটেক খাতে তাদের উদ্ভাবনী উদ্যোগ ও বাজারভিত্তিক চ্যালেঞ্জের সমাধান তুলে ধরে।
প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘আইডিই বাংলাদেশের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্ট্র্যাটেজি একটি সময়োপযোগী ও দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগ, যা বাজারব্যবস্থায় উদ্ভাবন যুক্ত করে স্থানীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নয়নের একটি কার্যকর, টেকসই ও সম্প্রসারণযোগ্য রূপরেখা তৈরি করে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন