ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান
Published: 9th, July 2025 GMT
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়পত্র (আইডি কার্ড) হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের কাজ চলমান।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর মঙ্গলবারের (৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আইডি কার্ড হালনাগাদ করবেন না, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না। সে ক্ষেত্রে তারা নির্বাচনে ভোট দেওয়ার বা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।
এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা
লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ডের সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বোর্ড সভা শেষে চিকিৎসরা বলেন, ‘ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’