মেট্রোরেলের পিলারে গ্রাফিতি উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায়
Published: 11th, July 2025 GMT
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে চলছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি অঙ্কন। উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডিয়ায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চলছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি অঙ্কন। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাসিবাদী সময়ের গল্প। দেশের জনগণকে একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়ার গল্প। ঢাকা উত্তর সিটি করপোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ ছাড়া গণ–অভ্যুত্থানকে স্মরণে রাখতে মাসজুড়ে থাকছে আরও নানা আয়োজন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব
২৪ ঘণ্টাতেই সাকিব আল হাসান যেন পুরো অচেনা! আগের দিন ব্যাট-বল হাতে জ্বলে উঠে পুরোনো দিনের কথা মনে করিয়েছিলেন। গতকাল বিবর্ণ তার ব্যাট। নির্বিষ তার বোলিং। তাতে মুদ্রার উল্টো পিঠটাই দেখলেন বাংলাদেশের সুপারস্টার। এটাই তো ক্রিকেট, একদিন হাসাবে…একদিন কাঁদাবে!
গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাকিব দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। নিজের প্রথম ম্যাচে বাঁহাতি অলরাউন্ডার ছিলেন দুর্বার। নিউ জিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে নিয়েছিলেন ৪ উইকেট। দুবাই প্রথম ম্যাচ জেতে ২২ রানে। সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা।
অবশ্য শুক্রবার দ্বিতীয় ম্যাচেই সাকিব এলোমেলো। ব্যাটিংয়ে ১০ বলে মাত্র ৭ রান করেন। যেখানে একটি ছক্কা ছিল। আর বোলিংয়ে ৪ ওভারে খরচ ৩৪ রান। উইকেট পাননি কোনো।
হেরেছে তার দলও। আগে ব্যাটিংয়ে নেমে দুবাই ৮ উইকেটে ১৪১ রান করে। জবাবে হোবার্ট হারিকেন্স ১৮ বল আগে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।
দুবাইয়ের ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো হয়নি। ব্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন গুলবাদিন নাইব। এছাড়া সাদেকুল্লাহ অটল ২৫, কাদিম আলায়েন ১৪ এবং জেস বোটান ১৮ রান করেন। সাকিব পাঁচে নেমে একটি ছক্কা হাঁকান কেবল। আউট হন মোহাম্মদ নবীর বলে।
জবাব দিতে নেমে হারিকেন্স বেন ম্যাকডরমটের ৪৮ ও ম্যাকাললিস্টার ওয়েস্টের ৫০ রানে সহজেই ম্যাচ জিতে নেয়। ২৩ রান করেন জেক ডোরান।
৪ ওভার হাত ঘুরিয়ে সাকিব ৩৪ রান দেন। ১০ ডট বল ছিল তার বোলিং স্পেলে। কোনো ছক্কা হজম করেননি। ৪ খেয়েছেন ৬টি।
ঢাকা/ইয়াসিন