চারদিকে সবুজ অরণ্য। কোলাহল নেই, তবে পাখির কিচিরমিচির আছে। এমন ছায়াসুনিবিড় গ্রামীণ জনপদে গড়ে উঠেছে একটি ফুটবল একাডেমি। প্রায় বিনা খরচায় সেখানে প্রশিক্ষণ পাচ্ছে খুদে ফুটবলাররা। স্বপ্ন দেখছে আগামী দিনের ফুটবলের ‘মেসি-নেইমার’ হওয়ার। এরই মধ্যে কেউ কেউ জায়গা করে নিচ্ছে জাতীয় দলে।

এই ফুটবল একাডেমির অবস্থান যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে। নাম শামস-উল–হুদা ফুটবল একাডেমি। এই একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ফুটবল খেলে কৃতিত্ব দেখাচ্ছে অন্তত ২০ জন খেলোয়াড়। মেসি-নেইমার হওয়ার স্বপ্ন দেখছে একাডেমির এক ঝাঁক খুদে ফুটবলার।

চলতি বছর ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ সাফ গেমসে অংশ নিতে একাডেমিতে ১৫ দিনের ক্যাম্পে অংশ নেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। গত ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া ক্যাম্পে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইংল্যান্ডের তিনজন প্রবাসী খেলোয়াড়ও ছিলেন।

নিভৃত গ্রামে প্রশিক্ষণ ক্যাম্প করতে এসে সব সুযোগ–সুবিধা পেয়ে খুশি অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী (ছোটন)। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার বাইরে গ্রামে এমন মানসম্মত একাডেমি পাওয়া সত্যিই খুব কঠিন। এখানে গাড়ির শব্দ নেই। মানুষের কোলাহল নেই। মাঠের সঙ্গে আবাসিক ভবন। প্রশিক্ষণে শতভাগ ফোকাস করা যাচ্ছে। এবারের ক্যাম্পটি ঢাকার চেয়ে ভালো হচ্ছে। কারণ, ঢাকায় একদিকে আবাসন, অন্যদিকে অনুশীলনের মাঠ। যানজটে রাস্তায় অনেক সময় নষ্ট হয়ে যায়। এখানে ভালো মানের দুটি মাঠ, আবাসনের ব্যবস্থা, খেলোয়াড়দের অভ্যন্তরীণ ব্যায়ামাগারসহ জাতীয় মানের সব সুযোগ-সুবিধা আছে।

২২ একরের সাজানো একাডেমি

হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০১১ সালে শামস-উল–হুদা ফুটবল একাডেমির যাত্রা শুরু হয়। প্রথমে বিদ্যালয়ের মাঠ ভাড়া নিয়ে বছর তিনেক প্রশিক্ষণ চলে। এরপর পাশে জমি কিনে নিজস্ব অবকাঠামোয় ২২ একর ভূখণ্ডে একাডেমির কার্যক্রম চলছে। বর্তমানে একাডেমিতে ৬০ জন আবাসিক ও ৯০ জন অনাবাসিক প্রশিক্ষণার্থী ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে। ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রশিক্ষণার্থীদের আবাসিকে রেখে প্রশিক্ষণ ও লেখাপড়ার সুযোগ দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের অনাবাসিকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।

গত ২৪ এপ্রিল হামিদপুর গ্রামে একাডেমিতে গিয়ে দেখা গেল, গ্রামের মধ্যে বিশাল এলাকাজুড়ে একাডেমি। পাশাপাশি দুটি সবুজ মাঠ। একটি মাঠে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা ও অন্য মাঠে একাডেমির প্রশিক্ষণার্থীরা অনুশীলন করছে। মাঠের এক প্রান্তে একাডেমির পুরোনো ভবন। অন্য প্রান্তে ছয়তলার ভাষাসৈনিক মুসা মিয়া ভবন নামের নতুন আবাসিক ভবন করা হয়েছে। ভবনে স্থাপন করা হয়েছে ব্যায়ামাগার। অনুশীলনের সময় আশপাশের মানুষ মাঠের চারপাশে ভিড় করেন।

অনূর্ধ্ব-১৯ সাফ গেমসে অংশ নিতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয় শামস-উল–হুদা ফুটবল একাডেমিতে। গত এপ্রিলে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল এক ড ম এক ড ম ত এক ড ম র ফ টবল র

এছাড়াও পড়ুন:

নির্বাচনের দিন ঘোষণা করুন, বিএনপি আর বসে থাকবে না: জাহিদ হোসেন 

জাতীয় নির্বাচন তিন মাসেই শেষ হতে পারে, সেখানে এক বছর সময় নেওয়ার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।  

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন, না হলে বিএনপি আর বসে থাকবে না। 

রবিবার (৩ আগস্ট) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ফ্যাসিবাদ, উগ্রবাদ ঠেকাতে অবশ্যই সচেতন থাকতে হবে

বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা হচ্ছে: ফখরুল

জাহিদ হোসেন বলেন, “২০০৮ সালে মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। ২০১৪-তে ছিল ভোটারবিহীন নির্বাচন, ২০১৮-তে আগের রাতে ভোট হয়েছে। ২০২৪-এও দেখা গেল ‘আমি আর ডেমির’ নির্বাচন। এবার জনগণ একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়।”

তিনি আরো বলেন, “স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনে ঘাপটি মেরে আছে। নির্বাচন নিরপেক্ষ করতে হলে, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে, কাজ দিয়ে তা প্রমাণ করতে হবে।”

গোপন ভোটে অনুষ্ঠিত হয় নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপির কমিটির কাউন্সিলর ও আহ্বায়ক কমিটির সদস্যরা ভোট দেন। ৯২৩ ভোটারের মধ্যে ৮০৩ জন ভোট দেন।  

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ