দুবার রিটায়ার্ড আউট রোস্টন চেজ, এমন কিছু আগে দেখেছে কি ক্রিকেট
Published: 4th, August 2025 GMT
হারিস রউফের স্টাম্পে রাখা বল লং অনে খেলে এক রান নিলেন রোস্টন চেজ। রান শেষ করেই চলে গেলেন মাঠের বাইরে। রিটায়ার্ড আউট।
ঘটনাটি আজ ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির। ১৭তম ওভারের শেষ বলের পর চেজের এই ‘স্বেচ্ছা অবসর’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। বার্বাডোজের ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারই আইসিসির পূর্ণ সদস্যদলের প্রথম ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হলেন।
মজার বিষয় হচ্ছে, চেজের স্বেচ্ছা অবসরের ঘটনা এটুকুতেই সীমাবদ্ধ নয়। চলতি বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টিতেও তিনি রিটায়ার্ড আউট হয়েছেন। ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দুবার রিটায়ার্ড আউট হওয়ার বিরল ঘটনায় যুক্ত হয়েছেন চেজ।
চেজ আজ স্বেচ্ছায় আউট হয়েছেন দ্রুত রান তুলতে না পারায়। পাকিস্তানের ১৮৯ রান তাড়ায় ১৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১১০। ৪২ বলে ৮০ রান দরকার—এমন সমীকরণে চেষ্টা করেও বড় শট খেলতে পারছিলেন না এই বাঁহাতি। যে কারণে ১৭তম ওভারের পর ১২ বলে ১৫ রান নিয়ে মাঠই ছেড়ে যান।
এ বছর আরেকবার রিটায়ার্ড আউট হয়েছেন রোস্টন চেজ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ট য় র ড আউট হয় ছ ন
এছাড়াও পড়ুন:
ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?
মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।
আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।
অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে