‘শিক্ষকেরা জাতি গঠনের মৌলিক কারিগর। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম। অথচ দেশে বর্তমানে শিক্ষকেরা অবমূল্যায়ন ও অবহেলার শিকার। শিক্ষকদের সম্মান না দিলে সে সমাজ এগিয়ে যেতে পারে না।’

‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন উপস্থিত বক্তারা। আজ সোমবার সন্ধ্যায় নগরের এম এম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সুধী সমাবেশে চট্টগ্রামের শিক্ষক, সাহিত্যিক, লেখকসহ নানা শ্রেণি-পেশার সুধীজন আলোচনায় অংশ নেন। ২০১৯ সাল থেকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া শুরু হয়। এ বছর পঞ্চমবারের মতো এই সম্মাননা দেওয়া হবে আগামী অক্টোবর মাসে।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য দেন আইপিডিসির চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট ক্লাস্টারের প্রধান অনির্বাণ সরকার, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের সাবেক শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপক নাইমা সেহেলি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন মহি, শিক্ষক বৃজেট ডায়েস, মাসুদ চৌধুরী, অনুপমা অপরাজিতা, রায়হানা হাসিব, আজাদ ইকবাল পারভেজ, শামীম আহমেদ প্রমুখ।

আইপিডিসির চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট ক্লাস্টারের প্রধান অনির্বাণ সরকার বলেন, ‘শিক্ষকেরা আমাদের কতটা প্রিয় এবং আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, সেটি একটি অনুষ্ঠান করে বোঝানো সম্ভব নয়। আমার বাবা, মা, বড় বোন ও স্ত্রী সবাই শিক্ষক। তাই সব সময় এই অনুষ্ঠানে আমি এসেছি। আইপিডিসির পক্ষ থেকে আমরা শিক্ষকদের জন্য নতুন কিছু করতে চাই সব সময়। সবার প্রিয় শিক্ষক হয়তো বেঁচে নেই, তাই মরণোত্তর সম্মাননাও চাইলে দেওয়া যেতে পারে।’

আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সুধী সমাবেশে দাঁড়িয়ে শিক্ষকদের সম্মান জানান অতিথিরা। আজ রাত ৮টায় নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ক ষকদ র আইপ ড স সরক র

এছাড়াও পড়ুন:

সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মণ্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন পূজা উদযাপনে অংশগ্রহণকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেবযানী কর, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাহা জাহান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত শরীফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর শাখার সাধারণ সম্পাদক সুশীল দাস, ফতুল্লা শাখার সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি শিশির বোস অমল প্রমূখ।

এছাড়াও সভায় সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে প্রধান, জনপ্রতিনিধি, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। 

 

 

সম্পর্কিত নিবন্ধ

  • কলকাতায় পোড়ানো হলো ড. ইউনূসের কুশপুতুল 
  • ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • দুর্গাপূজায় ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা