‘শিক্ষকেরা জাতি গঠনের মৌলিক কারিগর। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম। অথচ দেশে বর্তমানে শিক্ষকেরা অবমূল্যায়ন ও অবহেলার শিকার। শিক্ষকদের সম্মান না দিলে সে সমাজ এগিয়ে যেতে পারে না।’

‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন উপস্থিত বক্তারা। আজ সোমবার সন্ধ্যায় নগরের এম এম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সুধী সমাবেশে চট্টগ্রামের শিক্ষক, সাহিত্যিক, লেখকসহ নানা শ্রেণি-পেশার সুধীজন আলোচনায় অংশ নেন। ২০১৯ সাল থেকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া শুরু হয়। এ বছর পঞ্চমবারের মতো এই সম্মাননা দেওয়া হবে আগামী অক্টোবর মাসে।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য দেন আইপিডিসির চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট ক্লাস্টারের প্রধান অনির্বাণ সরকার, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের সাবেক শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপক নাইমা সেহেলি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন মহি, শিক্ষক বৃজেট ডায়েস, মাসুদ চৌধুরী, অনুপমা অপরাজিতা, রায়হানা হাসিব, আজাদ ইকবাল পারভেজ, শামীম আহমেদ প্রমুখ।

আইপিডিসির চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট ক্লাস্টারের প্রধান অনির্বাণ সরকার বলেন, ‘শিক্ষকেরা আমাদের কতটা প্রিয় এবং আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, সেটি একটি অনুষ্ঠান করে বোঝানো সম্ভব নয়। আমার বাবা, মা, বড় বোন ও স্ত্রী সবাই শিক্ষক। তাই সব সময় এই অনুষ্ঠানে আমি এসেছি। আইপিডিসির পক্ষ থেকে আমরা শিক্ষকদের জন্য নতুন কিছু করতে চাই সব সময়। সবার প্রিয় শিক্ষক হয়তো বেঁচে নেই, তাই মরণোত্তর সম্মাননাও চাইলে দেওয়া যেতে পারে।’

আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সুধী সমাবেশে দাঁড়িয়ে শিক্ষকদের সম্মান জানান অতিথিরা। আজ রাত ৮টায় নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ক ষকদ র আইপ ড স সরক র

এছাড়াও পড়ুন:

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি

‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ আয়োজনকে ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে এবং নগরবাসীকে এসব এলাকার সড়ক এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে।

আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এসব আয়োজন চলবে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সংগীত পরিবেশনা, বেলা সোয়া দুইটায় ফ্যাসিস্টের পলায়ন উদ্‌যাপন, পাঁচটায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় আর্টসেল ব্যান্ডের পরিবেশনা হবে। এ আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়ার অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। অনুষ্ঠান চলাকালে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যানবাহন চলাচল করানো সম্ভব হবে না। এমতাবস্থায় নগরবাসীকে এই এলাকার সড়ক এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।’

কোন পরিবহন কোন সড়ক দিয়ে চলবে

অনুষ্ঠান চলাকালে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়ে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, ‘মিরপুর বা মোহাম্মদপুর থেকে আসা যানবাহনকে আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা ধানমন্ডি-২৭ হয়ে চলাচলের অনুরোধ করা হলো। এ ছাড়া সায়েন্সল্যাবের দিক থেকে আসা যানবাহনগুলো মানিক মিয়ার অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে বিজয় সরণি হয়ে চলাচল করবে।’

ফার্মগেটের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ধানমন্ডিগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে চলাচলের অনুরোধ করা হচ্ছে। সম্ভব হলে ফার্মগেট এক্সিট (বাহির) র‌্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।’

ফার্মগেট থেকে মিরপুরের দিকে আসা গাড়িগুলো মানিক মিয়া এভিনিউয়ের দিকে না গিয়ে সোজা বিজয় সরণি হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। মিরপুর থেকে ফার্মগেটগামী যানবাহনকে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। বিকল্প রুট হিসেবে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে পার্কিং নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে অনুরোধ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
  • আর্থিক খাত ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে: অর্থ উপদেষ্টা
  • আর স্বপ্ন বা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়: তারেক রহমান
  • ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে
  • ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির গণবিজ্ঞপ্তি
  • ৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার
  • তারুণ্যের উৎসবে যোগ দিতে সব ব্যাংককে নির্দেশ
  • ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর‌বে জামায়াত
  • বন নিধনের জন্য বন বিভাগও দায়ী: উপদেষ্টা