৮কে ভিডিও করা যাবে এমন আইফোন ১৭ মডেলের তথ্য ফাঁস, দাম কি বাড়বে
Published: 4th, August 2025 GMT
সেপ্টেম্বর মাস এলেই সারা পৃথিবীর মানুষেরা নতুন আইফোন মডেলের দিকে নজর রাখেন। অ্যাপলের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই চলে জল্পনা–কল্পনা। অনেক ওয়েবসাইট বিভিন্ন তথ্য লুকিয়ে প্রকাশ করতে চেষ্টা করে এই সময়ে। অ্যাপল এ বছরের শেষের দিকে আইফোন ১৭ মডেলের ফোন উৎপাদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জিএফ সিকিউরিটিজ বিশ্লেষক জেফ পু এ বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন। অ্যাপল ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ৯ কোটি ইউনিট আইফোন ১৭ উৎপাদন করতে পারে। সাম্প্রতিক সময়ে আইফোন ১৭ মডেলের কিছু তথ্য ফাঁস হয়েছে বলে আলোচনা তৈরি হয়েছে। আইফোন ১৭ মডেলের ফোনের ডিসপ্লে আরও বড় হবে বলে আশা করা হচ্ছে।
আইফোন ১৭ প্রো মডেলের তথ্য ফাঁস হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ও ওয়েবসাইট থেকে দাবি করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে, নতুন আইফোনের মডেলে বিভিন্ন প্রযুক্তি ও ফিচার উন্নত করা হবে। ৮কে ভিডিও রেকর্ডিং, উজ্জ্বল কমলা রং, অ্যাপল এ১৯ প্রো চিপসেটসহ বিভিন্ন তথ্য জানা গেছে। আইফোন ১৭ সিরিজের বিভিন্ন মডেল ৮ সেপ্টেম্বর বা ১০ সেপ্টেম্বর অ্যাপল প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সিরিজে আরও কর্মক্ষমতা, উন্নত ক্যামেরার অভিজ্ঞতা, উন্নত ব্যাটারি লাইফ ও এআইসংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্যের নতুন প্রসেসর থাকতে পারে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৭ প্রো মডেলে জনপ্রিয় ডায়নামিক আইল্যান্ড স্টাইল থাকবে। আইফোন ১৪ প্রোতে এই ডিজাইন দেখা যায়। ডিসপ্লের মধ্যে সামনের দিকে মুখ করা ক্যামেরাটি থাকবে। এ ছাড়া আইফোন ১৬ প্রোর কিছু বিশেষ বৈশিষ্ট্য যেমন ক্যামেরা কন্ট্রোল কি ও অ্যাকশন বোতাম আইফোন ১৭ প্রোতে স্থান পাবে। মোবাইলের ওজন ও খরচ নিয়ন্ত্রণে রাখতে অ্যাপল টাইটানিয়াম ফ্রেমটি হালকা অ্যালুমিনিয়াম অ্যালয়ের মাধ্যমে প্রতিস্থাপন করবে বলে গুজব রয়েছে।
কালো, গাঢ় নীল রংসহ একটি আকর্ষণীয় উজ্জ্বল কমলা রঙের মডেল লাইনআপে যোগ দেবে বলে রটনা রয়েছে। ৬.
আইফোন ১৭ প্রো মডেলের পারফরম্যান্স বাড়বে বলে মনে করা হচ্ছে। আইফোন ১৭ প্রো মডেলের ফোনে অ্যাপল এ১৯ প্রো চিপসেট ব্যবহার করা হতে পারে। এই শক্তিশালী নতুন প্রসেসরটি ১২ জিবি র্যামের সঙ্গে যুক্ত থাকবে। মাল্টিটাস্কিং ও গেম খেলার সুযোগ বাড়বে। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়ে শুরু হবে বিভিন্ন মডেল। ফাঁস হওয়া তথ্য বলছে, আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। একটি শক্তিশালী ৫৫০০ এমএএইচ ইউনিটের ব্যাটারি ফোনে যুক্ত হতে পারে। ব্যাটারি ১৫ ওয়াট কিউই২ ওয়্যারলেস চার্জিং ও ২৫ ওয়াট ম্যাগসেফের মাধ্যমে চার্জ করা যাবে। নতুন আপগ্রেডের কারণে আইফোন ১৭ প্রো মডেলের দাম বাড়বে। প্রারম্ভিক মূল্য প্রায় ১ হাজার ১৯৯ ডলার হতে পারে।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও আইক্লারিফায়েড
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য পল
এছাড়াও পড়ুন:
‘শরিয়াহ ও সরকারি নীতিবিরোধী’: নারী ও ইরানি লেখকদের ১৪০টিসহ ৬৭৯ বই নিষিদ্ধ করল তালেবান
আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। মানবাধিকার ও যৌন হয়রানি–সম্পর্কিত বিষয়ে পাঠদানের ওপর একটি নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শরিয়াহবিরোধী ও সরকারি নীতির পরিপন্থী বলে মনে হওয়ায় ৬৭৯টি বইকে ‘উদ্বেগজনক’ বলে চিহ্নিত করেছে তালেবান। নিষিদ্ধ এসব বইয়ের মধ্যে ১৪০টি নারীদের লেখা ও ৩১০টি ইরানি লেখকদের লেখা বা ইরানে প্রকাশিত।
নিষিদ্ধ বইয়ের ৫০ পৃষ্ঠার একটি তালিকা আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
আফগান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে, তারা এখন থেকে ১৮টি বিষয়ে পাঠদান করতে পারবে না। তালেবানের এক কর্মকর্তা বলেন, এসব বিষয় মূলত ইসলামি শরিয়তের মূলনীতি ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
চার বছর আগে ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের নানা নিয়মকানুন জারি করেছে তালেবান সরকার। চলতি সপ্তাহেই তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত ১০ প্রদেশে ‘ফাইবার অপটিক ইন্টারনেট’ বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা বলেছেন, অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আফগান সরকারের পক্ষ থেকে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে, তারা এখন থেকে ১৮টি বিষয়ে পাঠদান করতে পারবে না। তালেবানের এক কর্মকর্তা বলেছেন, এসব বিষয় মূলত ইসলামি শরিয়তের মূলনীতি ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।অনেকের মতে, এসব নিয়মকানুন আফগানিস্তানের মানুষের দৈনন্দিন জীবনে নানাভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে কিশোরী ও নারীরা এসব নিয়মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ষষ্ঠ শ্রেণির পর থেকে তাদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ। ২০২৪ সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা বা মিডওয়াইফারি কোর্সও বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ে যে ১৮ বিষয়ে পাঠদান নিষিদ্ধ করা হয়েছে, তার ৬টিই নারীদের নিয়ে, যেমন ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’ ও ‘উইমেনস সোসিওলজি’।
আরও পড়ুনআফগানিস্তানের তালেবান সরকারকে কী কারণে স্বীকৃতি দিল রাশিয়া ১৪ জুলাই ২০২৫তালেবান সরকার বলেছে, তারা আফগান সংস্কৃতি ও ইসলামিক আইনের ভিত্তিতে নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
তালেবানের এসব নিয়মকানুন দেশটির মানুষের দৈনন্দিন জীবনে নানাভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে কিশোরী ও নারীরা এসব নিয়মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তবে আফগানিস্তানের বই পর্যালোচনা কমিটির একজন সদস্য বিবিসিকে বলেন, নারী লেখকদের সব বই পড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ বইগুলোর তালিকায় আফগানিস্তানের সাবেক সরকারের বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাকিয়া আদেলির বইও রয়েছে। তিনি বলেন, ‘চার বছরে তালেবান যা করেছে, তাতে পাঠ্যসূচিতে এমন পরিবর্তনে অবাক হইনি। নারীরা পড়াশোনা করতে পারছেন না। তাদের মতামত ও লেখালিখির অধিকারও দমন করা হবে, এটাই স্বাভাবিক।’
আরও পড়ুনরাশিয়ার পর আর কোন কোন দেশ তালেবানকে স্বীকৃতি দিতে পারে০৫ জুলাই ২০২৫গত আগস্টের শেষ দিকে বই নিষিদ্ধের অধ্যাদেশে স্বাক্ষর করেন তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক জিয়াউর রহমান আরিয়ুবি। তিনি বলেন, আলেম ও বিশেষজ্ঞদের একটি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
শুধু নারী লেখকই নয়, নিষিদ্ধ বইয়ের তালিকায় ইরানি লেখক ও প্রকাশকদের বইও রয়েছে। বই পর্যালোচনা কমিটির এক সদস্য বলেন, আফগান পাঠ্যসূচিতে ইরানি বিষয়বস্তুর প্রবেশ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুনতালেবান শাসনের তিন বছর, কেমন আছে আফগানিস্তান১৫ আগস্ট ২০২৪