সেপ্টেম্বর মাস এলেই সারা পৃথিবীর মানুষেরা নতুন আইফোন মডেলের দিকে নজর রাখেন। অ্যাপলের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই চলে জল্পনা–কল্পনা। অনেক ওয়েবসাইট বিভিন্ন তথ্য লুকিয়ে প্রকাশ করতে চেষ্টা করে এই সময়ে। অ্যাপল এ বছরের শেষের দিকে আইফোন ১৭ মডেলের ফোন উৎপাদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জিএফ সিকিউরিটিজ বিশ্লেষক জেফ পু এ বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন। অ্যাপল ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ৯ কোটি ইউনিট আইফোন ১৭ উৎপাদন করতে পারে। সাম্প্রতিক সময়ে আইফোন ১৭ মডেলের কিছু তথ্য ফাঁস হয়েছে বলে আলোচনা তৈরি হয়েছে। আইফোন ১৭ মডেলের ফোনের ডিসপ্লে আরও বড় হবে বলে আশা করা হচ্ছে।

আইফোন ১৭ প্রো মডেলের তথ্য ফাঁস হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ও ওয়েবসাইট থেকে দাবি করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে, নতুন আইফোনের মডেলে বিভিন্ন প্রযুক্তি ও ফিচার উন্নত করা হবে। ৮কে ভিডিও রেকর্ডিং, উজ্জ্বল কমলা রং, অ্যাপল এ১৯ প্রো চিপসেটসহ বিভিন্ন তথ্য জানা গেছে। আইফোন ১৭ সিরিজের বিভিন্ন মডেল ৮ সেপ্টেম্বর বা ১০ সেপ্টেম্বর অ্যাপল প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সিরিজে আরও কর্মক্ষমতা, উন্নত ক্যামেরার অভিজ্ঞতা, উন্নত ব্যাটারি লাইফ ও এআইসংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্যের নতুন প্রসেসর থাকতে পারে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৭ প্রো মডেলে জনপ্রিয় ডায়নামিক আইল্যান্ড স্টাইল থাকবে। আইফোন ১৪ প্রোতে এই ডিজাইন দেখা যায়। ডিসপ্লের মধ্যে সামনের দিকে মুখ করা ক্যামেরাটি থাকবে। এ ছাড়া আইফোন ১৬ প্রোর কিছু বিশেষ বৈশিষ্ট্য যেমন ক্যামেরা কন্ট্রোল কি ও অ্যাকশন বোতাম আইফোন ১৭ প্রোতে স্থান পাবে। মোবাইলের ওজন ও খরচ নিয়ন্ত্রণে রাখতে অ্যাপল টাইটানিয়াম ফ্রেমটি হালকা অ্যালুমিনিয়াম অ্যালয়ের মাধ্যমে প্রতিস্থাপন করবে বলে গুজব রয়েছে।

কালো, গাঢ় নীল রংসহ একটি আকর্ষণীয় উজ্জ্বল কমলা রঙের মডেল লাইনআপে যোগ দেবে বলে রটনা রয়েছে। ৬.

৯ ইঞ্চির এক্সডিআর ওএলইডি পর্দা থাকতে পারে। আইফোন ১৭ প্রো মডেলের ক্যামেরায় বেশ পরিবর্তন দেখা যাবে। যন্ত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে গুজব রয়েছে। তিনটি লেন্সে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। এর মধ্যে রয়েছে ৪৮ এমপি প্রাইমারি ওয়াইড লেন্স। এই লেন্স ৮কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। যা আইফোন ১৬ প্রোর ৪কে ভিডিও করার ক্ষমতা ছাপিয়ে যাবে। আরও থাকতে পারে ৪৮ এমপি আলট্রাওয়াইড লেন্স। এ ছাড়া ৪৮ এমপি পেরিস্কোপ টেলিফটো লেন্স উন্নত জুম ক্ষমতার মাধ্যমে ছবি তোলার সুযোগ দিতে পারে। সামনের দিকের ক্যামেরায় উল্লেখযোগ্যভাবে আপগ্রেড দেখা যাবে। মনে করা হচ্ছে, ২৪ এমপি সেন্সর থাকবে এই ক্যামেরায়।

আইফোন ১৭ প্রো মডেলের পারফরম্যান্স বাড়বে বলে মনে করা হচ্ছে। আইফোন ১৭ প্রো মডেলের ফোনে অ্যাপল এ১৯ প্রো চিপসেট ব্যবহার করা হতে পারে। এই শক্তিশালী নতুন প্রসেসরটি ১২ জিবি র‍্যামের সঙ্গে যুক্ত থাকবে। মাল্টিটাস্কিং ও গেম খেলার সুযোগ বাড়বে। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়ে শুরু হবে বিভিন্ন মডেল। ফাঁস হওয়া তথ্য বলছে, আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। একটি শক্তিশালী ৫৫০০ এমএএইচ ইউনিটের ব্যাটারি ফোনে যুক্ত হতে পারে। ব্যাটারি ১৫ ওয়াট কিউই২ ওয়্যারলেস চার্জিং ও ২৫ ওয়াট ম্যাগসেফের মাধ্যমে চার্জ করা যাবে। নতুন আপগ্রেডের কারণে আইফোন ১৭ প্রো মডেলের দাম বাড়বে। প্রারম্ভিক মূল্য প্রায় ১ হাজার ১৯৯ ডলার হতে পারে।

সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও আইক্লারিফায়েড

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য পল

এছাড়াও পড়ুন:

চকরিয়ায় জামায়াতের গণমিছিল, বিএনপির ঘাঁটিতে ‘শক্তি প্রদর্শন’

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে স্মরণকালের বড় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচি ‘জুলাই গণ-আন্দোলনের’ এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলেও এটিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে জামায়াতের ‘শক্তি প্রদর্শন’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

মিছিলের অগ্রভাগে ছিলেন কক্সবাজার-১ আসনে জামায়াতের প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার উদ্দেশে অভিবাদন জানান।

এ আসনে বিএনপি থেকে নির্বাচন করে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দুবার এবং তাঁর স্ত্রী হাসিনা আহমেদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে চকরিয়া বাস টার্মিনাল থেকে মিছিল শুরু হয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা সোসাইটি এলাকা প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তায় জনস্রোতের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়। স্থানীয় জামায়াত নেতারা দাবি করেন, এতে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

সমাবেশে নুর আহমদ আনোয়ারী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে একশ্রেণির মানুষ চাঁদাবাজি শুরু করেছে। এর দায় কোনো নির্দিষ্ট দলের ওপর চাপাতে চাই না। তবে জনগণ আগামী নির্বাচনে এসব চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে।’

নুর আহমদ বলেন, দেশে এখন একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে, অথচ প্রশাসন বিভিন্ন দলকে বৈষম্যমূলক সুবিধা দিচ্ছে। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।

জেলা আমির আনোয়ারী বলেন, ‘আমরা কারও রক্তচক্ষুকে ভয় করি না। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।’ এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে আবদুল্লাহ আল ফারুককে কক্সবাজার-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। জনতা হাততালি দিয়ে ফারুকের প্রতি সমর্থন জানান।

আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘জুলাই আন্দোলনের মূল দাবি ছিল ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন। তবে তা আজও বাস্তবায়ন হয়নি।’ তিনি আরও বলেন, ইসলামি আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র সম্ভব নয়। আওয়ামী সরকার বিদায়ের পর দেশে এখনো ফ্যাসিবাদী আচরণ, দুর্নীতি ও বৈষম্য চলমান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া পৌর জামায়াতের আমির আরিফুল কবির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আমির মাওলানা ফরিদুল আলম ও চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী।

সম্পর্কিত নিবন্ধ