সেপ্টেম্বর মাস এলেই সারা পৃথিবীর মানুষেরা নতুন আইফোন মডেলের দিকে নজর রাখেন। অ্যাপলের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই চলে জল্পনা–কল্পনা। অনেক ওয়েবসাইট বিভিন্ন তথ্য লুকিয়ে প্রকাশ করতে চেষ্টা করে এই সময়ে। অ্যাপল এ বছরের শেষের দিকে আইফোন ১৭ মডেলের ফোন উৎপাদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জিএফ সিকিউরিটিজ বিশ্লেষক জেফ পু এ বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন। অ্যাপল ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ৯ কোটি ইউনিট আইফোন ১৭ উৎপাদন করতে পারে। সাম্প্রতিক সময়ে আইফোন ১৭ মডেলের কিছু তথ্য ফাঁস হয়েছে বলে আলোচনা তৈরি হয়েছে। আইফোন ১৭ মডেলের ফোনের ডিসপ্লে আরও বড় হবে বলে আশা করা হচ্ছে।

আইফোন ১৭ প্রো মডেলের তথ্য ফাঁস হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ও ওয়েবসাইট থেকে দাবি করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে, নতুন আইফোনের মডেলে বিভিন্ন প্রযুক্তি ও ফিচার উন্নত করা হবে। ৮কে ভিডিও রেকর্ডিং, উজ্জ্বল কমলা রং, অ্যাপল এ১৯ প্রো চিপসেটসহ বিভিন্ন তথ্য জানা গেছে। আইফোন ১৭ সিরিজের বিভিন্ন মডেল ৮ সেপ্টেম্বর বা ১০ সেপ্টেম্বর অ্যাপল প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সিরিজে আরও কর্মক্ষমতা, উন্নত ক্যামেরার অভিজ্ঞতা, উন্নত ব্যাটারি লাইফ ও এআইসংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্যের নতুন প্রসেসর থাকতে পারে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৭ প্রো মডেলে জনপ্রিয় ডায়নামিক আইল্যান্ড স্টাইল থাকবে। আইফোন ১৪ প্রোতে এই ডিজাইন দেখা যায়। ডিসপ্লের মধ্যে সামনের দিকে মুখ করা ক্যামেরাটি থাকবে। এ ছাড়া আইফোন ১৬ প্রোর কিছু বিশেষ বৈশিষ্ট্য যেমন ক্যামেরা কন্ট্রোল কি ও অ্যাকশন বোতাম আইফোন ১৭ প্রোতে স্থান পাবে। মোবাইলের ওজন ও খরচ নিয়ন্ত্রণে রাখতে অ্যাপল টাইটানিয়াম ফ্রেমটি হালকা অ্যালুমিনিয়াম অ্যালয়ের মাধ্যমে প্রতিস্থাপন করবে বলে গুজব রয়েছে।

কালো, গাঢ় নীল রংসহ একটি আকর্ষণীয় উজ্জ্বল কমলা রঙের মডেল লাইনআপে যোগ দেবে বলে রটনা রয়েছে। ৬.

৯ ইঞ্চির এক্সডিআর ওএলইডি পর্দা থাকতে পারে। আইফোন ১৭ প্রো মডেলের ক্যামেরায় বেশ পরিবর্তন দেখা যাবে। যন্ত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে গুজব রয়েছে। তিনটি লেন্সে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। এর মধ্যে রয়েছে ৪৮ এমপি প্রাইমারি ওয়াইড লেন্স। এই লেন্স ৮কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। যা আইফোন ১৬ প্রোর ৪কে ভিডিও করার ক্ষমতা ছাপিয়ে যাবে। আরও থাকতে পারে ৪৮ এমপি আলট্রাওয়াইড লেন্স। এ ছাড়া ৪৮ এমপি পেরিস্কোপ টেলিফটো লেন্স উন্নত জুম ক্ষমতার মাধ্যমে ছবি তোলার সুযোগ দিতে পারে। সামনের দিকের ক্যামেরায় উল্লেখযোগ্যভাবে আপগ্রেড দেখা যাবে। মনে করা হচ্ছে, ২৪ এমপি সেন্সর থাকবে এই ক্যামেরায়।

আইফোন ১৭ প্রো মডেলের পারফরম্যান্স বাড়বে বলে মনে করা হচ্ছে। আইফোন ১৭ প্রো মডেলের ফোনে অ্যাপল এ১৯ প্রো চিপসেট ব্যবহার করা হতে পারে। এই শক্তিশালী নতুন প্রসেসরটি ১২ জিবি র‍্যামের সঙ্গে যুক্ত থাকবে। মাল্টিটাস্কিং ও গেম খেলার সুযোগ বাড়বে। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়ে শুরু হবে বিভিন্ন মডেল। ফাঁস হওয়া তথ্য বলছে, আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। একটি শক্তিশালী ৫৫০০ এমএএইচ ইউনিটের ব্যাটারি ফোনে যুক্ত হতে পারে। ব্যাটারি ১৫ ওয়াট কিউই২ ওয়্যারলেস চার্জিং ও ২৫ ওয়াট ম্যাগসেফের মাধ্যমে চার্জ করা যাবে। নতুন আপগ্রেডের কারণে আইফোন ১৭ প্রো মডেলের দাম বাড়বে। প্রারম্ভিক মূল্য প্রায় ১ হাজার ১৯৯ ডলার হতে পারে।

সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও আইক্লারিফায়েড

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য পল

এছাড়াও পড়ুন:

নিয়োগবিধির প্রজ্ঞাপন : প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, ২০২৫–এ পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধন অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ও বয়সসীমায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে এই সংশোধনী জারি করা হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।

নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৪ ঘণ্টা আগে

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদেই প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল–২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫

নতুন বিধিমালার মাধ্যমে ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশোধিত বিধিমালার ফলে শিক্ষক নিয়োগের মান আরও উন্নত হবে এবং বিজ্ঞান শিক্ষায় দক্ষ প্রার্থীরা সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষা পর্যায়ে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে নতুন ধারা আনতে চায়।

সম্পর্কিত নিবন্ধ