মাদক–বিতর্ক পেছনে ফেলে ফিরছেন লোহান
Published: 5th, August 2025 GMT
লিন্ডসে লোহান আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। এক মাদক–বিতর্কে তো তাঁর সম্ভাবনাময় ক্যারিয়ারই কার্যত শেষ হয়ে গেছে। এমন একটা সময় ছিল, যখন তাঁর নাম শুনলেই প্রশ্ন উঠত—আবার নতুন কোন বিতর্কে জড়ালেন তিনি! তবে সব বিতর্ক পেছনে ফেলে আবার পর্দায় ফিরছেন তিনি। মা হওয়ার পর লোহানের জীবন বদলে গেছে; তাঁর আশা, নতুন সিনেমা থমকে যাওয়া ক্যারিয়ারে নতুন গতি দেবে।
দুই দশক আগে মুক্তি পাওয়া ‘ফ্রিকি ফ্রাইডে’ ছিল এক মা-মেয়ের সম্পর্কের জটিলতা আর ভালোবাসার মজার গল্প। সেই জনপ্রিয় চলচ্চিত্রেরই সিকুয়েল নিয়ে এবার ফিরছেন লিন্ডসে লোহান ও জেমি লি কার্টিস। নতুন সিনেমার নাম ‘ফ্রিকিয়ার ফ্রাইডে’। এবার শুধু দুজন নয়, একসঙ্গে চার চরিত্রের মধ্যে চলে শরীর বদলের গোলকধাঁধা।
লন্ডনের লেস্টার স্কয়ারে সিনেমাটির প্রিমিয়ারে লোহান বললেন, ‘২০০৩ সালের ছবিটির জন্য মানুষ এখনো ভালোবাসা দেখান। তাঁরা চান এর সিকুয়েল। আর আমি সব সময় এমন ছবি বানাতে চাই, যা মানুষকে আনন্দ দেয়।’ সিনেমাটি লোহানের ডিজনিতে প্রত্যাবর্তনের সূচনাও বটে। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘ফলিং ফর ক্রিসমাস’ দিয়ে বড় পর্দায় ফেরেন তিনি। ফ্রিকিয়ার ফ্রাইডে হতে যাচ্ছে ডিজনির সঙ্গে এক দশকের মধ্যে তাঁর প্রথম কাজ। তবে ভক্তরা যদি ছবিটি পছন্দ করেন, তাহলে এই ফ্র্যাঞ্চাইজির আরও কিস্তি আসতে পারে, ইঙ্গিত দেন লোহান।
লোহান প্রথম আলোচনায় আসেন ‘দ্য প্যারেন্ট ট্র্যাপ’-এ অভিনয় করে। তবে বিরতির পর অভিনয়ে ফিরতে ভয় পাননি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি আমার কাজ ভালোবাসি, আর সেটা সব সময় আমার পারফরম্যান্সে ফুটে ওঠে।’
তবে অভিনয়ে ফেরার জন্য সময়টাও ঠিক হওয়া জরুরি ছিল বলে মনে করেন লোহান। ২০২২ সালে বিনিয়োগ উপদেষ্টা বাদার শামাসকে বিয়ে করেন লোহান। পরের বছর মা হন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব তর ক
এছাড়াও পড়ুন:
হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ
নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার
মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।
নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রতন/মাসুদ