সিদ্ধিরগঞ্জে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান
Published: 14th, January 2025 GMT
মহাসড়কের চাঁদাবাজি বন্ধে ও শৃঙ্খলা ফিরিয়ে না লক্ষ্যে অবৈধ যানবাহন আটক ও উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ।
এ সময় মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও ২৫টি বিভিন্ন যানবাহন আটক করে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যার মধ্যে ফিটনেস বিহীন যানবাহনসহ অযান্ত্রিক যান রয়েছে।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোরশেদ ও শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম।
অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) বলেন, মহাসড়কের সুশৃংখলাতা ফিরিয়ে আনতে অযান্ত্রিক যান ও অবৈধ যানবাহন এবং ফুটপাট দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমাদের এই অভিযান ১৫ দিন চলমান থাকবে।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা