অধ্যাপক, কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার বলেছেন, “বাংলা ভাষায় সাহিত্য রচনা করে বিশ্বের সাথে বাংলার পরিচয় ঘটিয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি বিশ্ব ইতিহাসে আপন মহিমায় উজ্জ্বল নক্ষত্র। ক্ষণজন্মা পুরুষ হিসেবে তার আবির্ভাব ছিল বাংলা সাহিত্যে ঊষার অঙ্গনে দেবদূতের মত। তার মেধা ও মননশীল সৃষ্টি চেতনায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য।” 

কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার দ্বিতীয়দিন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মধুমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর তানভির দুলাল, কবি ও সাহিত্যিক সাঈদ আবু বক্কার, যশোর চেম্বার অব কমার্স এন্ড কমার্স ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান খান, যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার আহসান কবির, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওজিয়ার রহমান, জিটিভির জেলা প্রতিনিধি তৌহিদ মনি, কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সোহানুর রহমান সোহাগ ও বিমল কুমার কুন্ডু। দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ এ মেলায় সার্কাস, মৃত্যুকূপ, শিশু মেলা, যাদু প্রদর্শনী, কুটির শিল্প ও বিভিন্ন পসরার প্রায় পাঁচ শতাধিক স্টল রয়েছে। এছাড়াও মধুমঞ্চে প্রতিদিন দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

ঢাকা/প্রিয়ব্রত/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।

সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ