বোবাভাষা
সকল ফুলের মাঝে
কিছু চিৎকার থাকে,
মাঝেমধ্যে শতাব্দী ভেদ করে
‘মাই নেম ইজ গওহরজান’ বলে ওঠে।
মন তো বেনারস
সুরের কাতান,
আকাশে মেহফিল জমে গেলে
সাগরে নীল তার ছায়া পড়ে,
আমরা বেসুরো কাঁধে চলেছি জন্মে
আমাদের গীতিময় ধ্বংসাবশেষে।
চাঁদ মরে পড়ে আছে
ভোরের আকাশে,
সারা দিন সূর্যের সকাশে
আমাদের মনের
অন্ধকার আখ্যানে,
চিরকাল এভাবে
চাঁদের চরিত্র তৈরি হতে থাকে।
একটু একটু করে
শেষ হতে চাই
শত শত শুরুর ভিতরে।
যাদের শুরু হয়
সব শেষ থেকে,
যারা জ্বলে ওঠে
যেকোনো ছাই হতে;
সেই সব সফল অধিপতিদের
মনে বাসা বেঁধে থাকা
আমি কিছু বিরল ব্যর্থতার আকুলতা।
নতুন যেখানে যাই
দেখে আসি নিরিবিলি
ঘুমন্ত দাউদাউ,
পানিপথে চাপা পড়া
আগুনের প্রজেকশন;
ফিরতিপথে নিয়ে আসি
আমার বিন্দু ও সমগ্রের ছাই।
আমি আসলে
আমাকে ছেড়ে আসা
একটা সোচ্চার ধারণা।
এমন গরমের একটাই ভালো দিক,
শীতের জন্য অপেক্ষা তৈরি হতে থাকে,
অপেক্ষায়
কথারা
গান হয়ে যায়
নীরবতা হয়ে যেতে পারে নাচ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জামায়াত জমি দখল করে না: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সারা বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত আছে। নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে, তা সারাদেশে পৌছে দিতে হবে। জামায়াত ইসলামী গুম, খুন, লুটপাট ও দুর্নীতি মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।”
সোমবার (২০ অক্টোবর) সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন:
বিভ্রান্তিকর বক্তব্য নাহিদের কাছ থেকে জাতি আশা করে না: জামায়াত
দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি সুবিচার করুন
কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “কোনো উস্কানির ফাঁদে পা দেবেন না। একটি পক্ষ আমাদের গণ জোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না।”
তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না। তাই এবার সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল।
আরো উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।
ঢাকা/শাহীন/মেহেদী