থাইল্যান্ড সফরে বাংলাদেশ দলে কারা আছেন
Published: 20th, October 2025 GMT
নিলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দের জায়গায় রুমা আক্তার ও সিনহা জাহান—এ দুই পরিবর্তন নিয়ে আজ ঘোষিত হয়েছে থাইল্যান্ড সফরের ২৩ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ গত জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের দলে ছিলেন নিলুফা ও সৌরভী। ফর্মে না থাকায় জায়গা হারিয়েছেন এ দুজন। এ বছর ঢাকায় হওয়া সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দ্যুতি ছড়িয়ে দলে এসেছেন রুমা ও সিনহা।
এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে হবে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। এই টুর্নামেন্ট সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছেন মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচ দুটি হবে ২৪ ও ২৭ অক্টোবর।
ফুটবলার সিনহা জাহান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিস্তারিত আসছে...