আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘‘নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না।’’

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

এনসিপির টার্গেট কোন দেড়শ আসন?

সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার

উপদেষ্টা বলেন, ‘‘এবারের নির্বাচনে অনিশ্চয়তা বা সংশয়ের কথা মাথায় রেখেই পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’’ তিনি বলেন, ‘‘গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের এবার দায়িত্ব থেকে সরিয়ে রাখার চেষ্টা করছি।’’ 

তিনি বলেন, ‘‘নির্বাচনের প্রস্তুতি, প্রশিক্ষণের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়গুলো নিয়ে মূলত আজকের সভায় আলোচনা হয়েছে।’’ 

বডি ক্যামেরা কেনার প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘‘এটি সহজ কাজ নয়। বাজারে গিয়ে কেনার বিষয় নয়। নিয়ম অনুযায়ী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখনো নির্দিষ্ট দাম নির্ধারিত হয়নি। তবে প্রাথমিকভাবে ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।’’

পুলিশ প্রশিক্ষণ কার্যকর হবে কি-না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী কাজ হলে সময়মতো নির্বাচন করতে সমস্যা হবে না।’’

নির্বাচন নিয়ে সংশয় ও ঝুঁকি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘‘পূর্বের নির্বাচনে এমন প্রশিক্ষণের উদ্যোগ ছিল না। এবার সংশয় আছে বলেই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকির কথা বলতে গেলে, বাংলাদেশে তো নানামুখী ঝুঁকি রয়েছেই। কোনটা তুলে ধরব?’’

সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘’১৯ অক্টোবর একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে আমি উপস্থিত ছিলাম না। সেখানে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই কারণ জানা যাবে।’’ 
 

ঢাকা/এএএম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

নাহার চেস একাডেমির বিশ্ব শিশু দিবস দাবায় সৌর অপরাজিত চ্যাম্পিয়ন সাম্য রানার আপ

বিশ্ব শিশু দিবস দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির রূপান্তর সৌর অপরাজিত চ্য্ম্পিয়ন হয়েছে। সাত খেলায় পূর্ণ ৭ পয়েন্ট অর্জন করে সৌর একক কৃতিত্ব দেখিয়েছে। রানার আপ হয়েছে।

একই স্কুলের দ্বিতীয় শ্রেণির সমাদধীত সাম্য। তার সংগ্রহ ৬ পয়েন্ট। তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির অরুণ রায়, নারায়ণগঞ্ছ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির আলী সায়ের আহমাদ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পোলস্টার ক্লাবের সভাপতি এস এম বাতেন, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ও দাবানুরাগী মো. শহীদুল ইসলাম স্বপন।

নাহার চেস একাডেমি আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতাটি পরিচলানা করেন জাতীয় দাবা বিচারক ও একাডেমির প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। সাত রাউন্ড রবিন লীগ পদ্ধতির এ প্রতিযোগিতাটি শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমি ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।
 

সম্পর্কিত নিবন্ধ