নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 20th, October 2025 GMT
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘‘নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না।’’
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
এনসিপির টার্গেট কোন দেড়শ আসন?
সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার
উপদেষ্টা বলেন, ‘‘এবারের নির্বাচনে অনিশ্চয়তা বা সংশয়ের কথা মাথায় রেখেই পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’’ তিনি বলেন, ‘‘গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের এবার দায়িত্ব থেকে সরিয়ে রাখার চেষ্টা করছি।’’
তিনি বলেন, ‘‘নির্বাচনের প্রস্তুতি, প্রশিক্ষণের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়গুলো নিয়ে মূলত আজকের সভায় আলোচনা হয়েছে।’’
বডি ক্যামেরা কেনার প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘‘এটি সহজ কাজ নয়। বাজারে গিয়ে কেনার বিষয় নয়। নিয়ম অনুযায়ী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখনো নির্দিষ্ট দাম নির্ধারিত হয়নি। তবে প্রাথমিকভাবে ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।’’
পুলিশ প্রশিক্ষণ কার্যকর হবে কি-না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী কাজ হলে সময়মতো নির্বাচন করতে সমস্যা হবে না।’’
নির্বাচন নিয়ে সংশয় ও ঝুঁকি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘‘পূর্বের নির্বাচনে এমন প্রশিক্ষণের উদ্যোগ ছিল না। এবার সংশয় আছে বলেই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকির কথা বলতে গেলে, বাংলাদেশে তো নানামুখী ঝুঁকি রয়েছেই। কোনটা তুলে ধরব?’’
সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘’১৯ অক্টোবর একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে আমি উপস্থিত ছিলাম না। সেখানে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই কারণ জানা যাবে।’’
ঢাকা/এএএম/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাটহাজারীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মো. কাওসার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মাইক্রোবাসের চালক বলে জানা গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হাটহাজারী উপজেলার নয়াহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন:
কুমিল্লায় ট্রলি উল্টে খালে, গোসলরত ৩ নারীর মৃত্যু
কিশোরগঞ্জে গাড়িচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিমানবন্দর অভিমুখী মাইক্রোবাসটি নয়াহাট ফরহাদাবাদ স্কুল অতিক্রম করার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক কাওসার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মাইক্রোবাসের ৫ যাত্রী।
মো. শাহেদ আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/রেজাউল/রফিক