কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো আকিজবশির গ্লাসের দুই দিনব্যাপী ‘টপ ডিলার্স মিট ২০২৫’। গত শুক্র ও শনিবার আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘পাওয়ার অব পার্টনারশিপ: প্রমিজ অব প্রগ্রেস’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের সিওও মোহাম্মাদ খোরশেদ আলম ও সিনিয়র জেনারেল ম্যানেজার আবদুহু সুফিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষ ডিলাররা।

এই আয়োজনে ‘আকিজবশির গ্লাস’ গ্লাসশিল্পে অংশীদারদের অবদান, আস্থা ও একসঙ্গে এগিয়ে চলার শক্তিকে সম্মান জানিয়ে শীর্ষ ডিলারদের অসাধারণ অর্জনের জন্য পুরস্কৃত করেছে। সবাইকে সঙ্গে নিয়ে সাফল্যের শিখরে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে চলাই ছিল এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, শপথ গ্রহণ, বেলুন ও ফেস্টুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃহল অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৪টি হল- শহীদ মশিয়ূর রহমান হল, তাপসী রাবেয়া হল, মুন্সী মেহেরুল্লাহ হল, বীর প্রতীক তারামন বিবি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘‘খেলাধুলার আয়োজনে শুধু খেলাধুলা বা প্রতিযোগিতা হয় এমন না। এখানে বন্ধুত্ব হয়, পরস্পরের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হয়; পাশাপাশি নেতৃত্বের গুণাবলি গড়ে উঠে। আমি চাইব, আমার সকল শিক্ষার্থী আগ্রহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’’

ঢাকা/ইমদাদুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ