Risingbd:
2025-11-03@06:43:12 GMT

হিন্দি গানে প্রিয়া ও সাজ্জাদ

Published: 28th, January 2025 GMT

হিন্দি গানে প্রিয়া ও সাজ্জাদ

এ সময়ের মডেল-অভিনয়শিল্পী প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরী। একসঙ্গে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদের দেখা গেছে। অন্যদিকে, আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন প্রিয়া। বর্তমানে মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করছেন তারা।

সম্প্রতি এই জুটি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ ও লন্ডন প্রবাসী আলোচিত কণ্ঠশিল্পী রুবাইয়েত জাহানের গানের ভিডিওতে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘তু হ্যায় জানে মেহবুবা’। গানের কথা লিখেছেন রুবাইয়েত জাহান, সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

এফডিসিতে বড় আয়োজনে এ গানের দৃশ্যধারণের কাজ হয়েছে। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন চলচ্চিত্রের নৃত্য পরিচালক হাবিবুর রহমান। কয়েক দিন আগে মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

আরো পড়ুন:

স্টেশন থেকে হতাশ হয়ে ফিরলেন রংপুরের যাত্রীরা

অভিবাসীদের নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান: কাঁদলেন সেলেনা

প্রিয়া অনন্যা বলেন, “গানের কথাগুলো সুন্দর। গানটিতে আমাকে আফগানিস্তানের নারীদের লুকে দেখা যাবে। এ গানে খল অভিনেতা ডন ভাই মুছা মাফিয়া চরিত্রে রয়েছেন। আর আমি ও সাজ্জাদ ইন্ডিয়ান পুলিশ চরিত্রে অভিনয় করেছি। ছদ্মবেশ আইটেম গার্ল হয়ে পুরো কাজটা খুব উপভোগ করেছি।”

গানটি নিয়ে আশা ব্যক্ত করে প্রিয়া অনন্যা বলেন, “কাজটি নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আশা করছি, নাচ নির্ভর মিউজিক ভিডিওটি সবার পছন্দ হবে।” 

বর্তমানে ওয়েব ফিল্ম, টিভিসি, ওভিসির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন প্রিয়া।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সরকারের প্রস্তাবিত নীতিতে ইন্টারনেটের দাম ২০% বাড়বে: আইএসপিএবি

সরকারের প্রস্তাবিত নীতিমালায় বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ আরও অন্তত ২০ শতাংশ পর্যন্ত বাড়বে বলছেন দেশের ইন্টারনেট সেবাদাতারা।

ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছেন সেবাদাতারা।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায়।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের (এফটিএসপি) জন্য একটি গাইড লাইনের খসড়া করেছে। এ নিয়ে আপত্তি তুলেছে আইএসপিএবি।

নতুন গাইডলাইনে ৫ দশমিক ৫ শতাংশ রেভিনিউ শেয়ার এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য ১ শতাংশ দিতে হবে। এ ছাড়া এফটিএসপি অপারেটরদের ক্রয়মূল্য ১৪ শতাংশ বাড়বে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, টেলিযোগাযোগ খাত নিয়ে সরকার তার উদ্দেশ্য থেকে বেরিয়ে এসেছে এবং জনগণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। সরকার ভুল পথে এগিয়ে যাচ্ছে।

আমিনুল হাকিম বিদ্যমান নীতির সঙ্গে প্রস্তাবিত নীতির তুলনামূলক উপস্থাপনা তুলে ধরে বলেন, বিদ্যমান নীতিতে সরকার এই খাত রেভিনিউ শেয়ারিং, সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং ভ্যাটসহ ২১ দশমিক ৪৫ শতাংশ পায় কিন্তু নতুন নীততে তা ৪০ দশমিক ২৫ শতাংশ হবে। সরকারি নীতিতে শহর ও গ্রামে বৈষম্য বাড়বে।

আমিনুল হাকিম বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসা সরকার বৈষম্য উপহার দিচ্ছে। সরকার একদিকে ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে, অন্যদিকে নিজেরা দাম বাড়াচ্ছে। তিনি আরও বলেন, স্টারলিংকের জন্য সরকার লাইসেন্স ফি ধরেছে ১০ হাজার ডলার অর্থাৎ ১২ লাখ টাকা। কিন্তু দেশের আইএসপিদের জন্য তা ২৫ লাখ টাকা ধরা হয়েছে। তাঁর প্রশ্ন, স্টারলিংককে এত সুবিধা দেওয়ার কারণ কি?

সংবাদ সম্মেলনে আইএসপিএবি বলেছে, প্রস্তাবিত খসড়া গাইডলাইনে মোবাইল অপারেটরদের ফিক্সড ওয়্যারলেস একসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে। যা দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য চরম অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে। এ ছাড়া বড় প্রভাব পড়বে সাধারণ গ্রাহকের ওপর।

সম্পর্কিত নিবন্ধ