ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন আগামী শনিবার (১ ফেব্রুয়ারি)। তবে সম্মেলন বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরে জুতা মিছিল করেছে বিএনপির একাংশ।

জুতা মিছিলটি শহরের পাওয়ার হাউজ রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোকনাথ উদ্যানে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারওয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপি নেতা মাঈনুল ইসলাম চপল, জেলা যুবদল সভাপতি শামীম মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী শনিবারের সম্মেলন অবৈধ। যতক্ষণ না ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের সমন্বয়ে স্বচ্ছতার ভিত্তিতে সম্মেলনের ভোটার তালিকা হালনাগাদ করা না হবে ততক্ষণ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন করতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও এ সম্মেলন ঠেকানো হবে।

প্রসঙ্গত, ‘নিয়ম না মেনে’ জেলা সম্মেলনের ভোটার তালিকা তৈরি করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপির একাংশ। তাদের দাবি, ত্যাগী  ও নির্যাতিতদের সমন্বয়ে ভোটার তালিকা প্রণয়ন করা হোক। 

গত ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলনের জন্য প্রথমবার তারিখ ঘোষণা করা হয়। পরে তা পরিবর্তন করে চলতি মাসের ১৮ তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু জেলা বিএনপির একাংশের প্রতিবাদের মুখে তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়। এদিকে দাবি পূরণ না হওয়ায় আবারও সম্মেলনের দিন পেছানোর দাবিতে শনিবার থেকে আজ সন্ধ্যায় পর্যস্ত টানা বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, ঝাড়– মিছিল ও জুতা মিছিল করেছে জেলা বিএনপির একাংশ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব র হ মণব ড় য় ব এনপ র স

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ